ভারত-যুক্তরাষ্ট্র অসামরিক পারমাণবিক চুক্তি এবং বিশ্বরাজনীতি

  ভারত-যুক্তরাষ্ট্র অসামরিক পারমাণবিক চুক্তি এবং বিশ্বরাজনীতি দিনমজুর এক সেদিন বিপ্লব পাল নামে এক ভদ্রলোকের একটি প্রবন্ধে (http://www.mukto-mona.com/Articles/biplab_pal/american_rajniti.htm) দেখলাম প্রাবন্ধিক ঘোষণা দিয়েছেনঃ "অসামিরক ভারত-আমেরিকা নিউক্লিয়ার চুক্তির অন্ধ বিরোধিতা একধরেনর রাজৈনিতক আত্মহত্যা"। ভারতের বামপন্থীরা এই চুক্তির বিরোধিতা করায় তিনি মহাখাপ্পা, জানাচ্ছেন- বামপন্থীদের বিশ্বাসযোগ্যতা ও বুদ্ধি শুণ্যের কিছু নীচে। বিষয়টিতে তাই কিছু বলার তাগিদ বোধ করছি....  ভারত-যুক্তরাষ্ট্রের [...]