অভিজিৎ রায় হত্যাকাণ্ডের দশম বছর
লিখেছেন: বক-শালিক বাংলাদেশে বিজ্ঞান, বিজ্ঞানের দর্শন, বিজ্ঞানমনস্কতা, যুক্তি ও মুক্তচিন্তার সাথে জড়ানো এক উজ্জ্বল তারকার নাম অভিজিৎ রায়। অভিজিৎ রায় তাঁর প্রিয় জন্মভূমি বাংলাদেশে যুক্তি, কারিগরি শিক্ষা ও বিজ্ঞানচর্চার অপ্রতুলতায় ব্যথিত হয়ে প্রায়শই বলতো এত সব ঠিক হবে কী করে, কবে? বেড়ালের গলায় ঘন্টা বাঁধকে কে? অভিজিৎ নিজের জীবনদানের বিনিময়ে তা বেঁধে দিয়ে গিয়েছে। বাংলাদেশের [...]