ইসলামি রাষ্ট্রের চোখে মানবাধিকার(পর্ব-২)
১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে ইরানের প্রতিনিধি বক্তব্য প্রদান করলেন যে, ‘ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস(UDHR) মূলত ইহুদী-খ্রিস্টান সংস্কৃতির একটি ইহজাগতিক ভাষ্য মাত্র, যা মুসলিমদের দ্বারা প্রয়োগ করা সম্ভব নয়। যদি এতে উত্থাপিত দাবিগুলো এবং “দেশের স্বর্গীয় আইনের” মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তবে ইরান সবসময়েই ইসলামি আইনকেই বেছে নিবে’। একই বছরে [...]