অপব্যাখ্যা আর মিথ্যেচারের সাতকাহন
লেখক: মাসুদ সজীব (১) অনলাইন জগত থেকে শুরু করে অফলাইনের জগতের নানান আলোচনায় গত কয়েক বছর ইনিয়ে-বিনিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়েছে ’মুক্তমনাদের মুক্তজ্ঞান চর্চার নামে ধর্মান্ধদের উস্কে দেওয়া এবং সেই উস্কানীর ফলে তাদের কোপানোর যৌক্তিকতা’। ফেসবুক ছহি মুসলমান থেকে টেলিভিশন মডারেটর সুশীল কিংবা পুলিশ প্রধান থেকে সরকার প্রধান সবার কন্ঠে একি সুর, একি কোরাস। [...]