বিপ্লবের বলিদান: চাংচুন অধ্যায়
২০০৬ সালে চীনের জিলিন প্রদেশের রাজধানী চাংচুন এর শ্রমিকরা নতুন একটি সেচ-প্রকল্পের জন্য মাটি খুঁড়তে গিয়ে বীভৎস এক ঐতিহাসিক সত্যের মুখোমুখি হল। উর্বর কালো মাটির ভাঁজে জড়িয়ে ছিল অসংখ্য মানবদেহের বিচ্ছিন্ন সব অঙ্গপ্রত্যঙ্গ। মাটির এক মিটার গভীরে পাওয়া গেল স্তূপাকারে সজ্জিত হাজারো মানব কঙ্কাল। আরও গভীরে খুঁড়তে গিয়ে পাওয়া গেল রান্নার জ্বালানী কাঠের মতো সজ্জিত [...]