সাম্প্রদায়িক
লেখকঃ সৈয়দ ইমাদ উদ্দিন শুভ বিস্তীর্ণ এক শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, চারদিকে মড়া আর লাশের স্তূপ; রক্তের গন্ধ, মাথার ওপর বিদীর্ন আকাশ, যেখানে চিল, কাক আর শকুনের মত শিকারিরা করে খেলা; চারদিকে কেবল মৃত উদ্ভিদ, শুকিয়ে যেন কাঠ; নদীতে কোন জল নেই, কেবল রক্তের স্রোত আছে মিশে, আর সেই লোহিত স্রোতে ভেসে আছে একগাদা [...]