শরীরের সার্বভৌমত্ব ও রাষ্ট্র : তোমার শরীর কি ততটাই তোমার যতটা তুমি ভাবো
লিখেছেনঃ অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় নভেল করোনা ভাইরাস একুশ শতকের শরীরে এঁকেছে অতিমারির ক্ষতচিহ্ন। এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হচ্ছে এবং হবেও। কেননা এই ভাইরাসের প্রভাব শুধুমাত্র মানুষের প্রাণের সংকটেই স্তব্ধ নয়, বরং তা সমাজ-অর্থনীতি-রাজনীতির পরিসর ও মাত্রাকেও বদলে দিয়েছে। অর্থাৎ, একমাত্রিক নয়, বহুমাত্রিকতার আঙ্গিকে এর গতায়াত। ফলে আচমকা হুট করেই যেন মানুষ ঢুকে পড়েছে এক [...]