আমার লেখা অনুবাদ করার সময় এসে গেছে – ছফা [পুনর্পাঠ]
[নয়ের দশকে ছাত্র-গণঅভ্যুত্থানে জেনারেল এরশাদ সরকারের পতন একটি ঐতিহাসিক ঘটনা। সেই রক্তাক্ত আন্দোলনের শ্লোগানার, কমরেডের লাশ ও লিটিল ম্যাগের ভুত মাথার ভেতর বয়ে বেড়ানোর কালে সাংবাদিকতার প্রথম পাঠে মুখোমুখি হওয়ার সৌভাগ্য হয়েছিল কয়েক গুনিজনের। তারা ছিলেন আমাদের সময়ের নায়ক। এতো বছর পরে নিদানকালে অনলাইনে খুঁজে পেলাম আমার নেওয়া মহতি লেখক আহমদ ছফার একটি সাক্ষাৎকার। ১৯৯৩ [...]