শিক্ষা বিষয়ক তুলনামূলক আলোচনা (গণিত)- পর্ব ৩
কানাডা ও বাংলাদেশের তুলনামূলক বিজ্ঞান শিক্ষার উপরে Rawshan Ara, আর আমি একটা নাতিদীর্ঘ্য লেখা দিয়েছিলাম। এবার আমি কানাডার ম্যাথ বা গনিত শিক্ষার উপায় ও বিষয়-বস্তু নিয়ে কিছু আলোকপাত করবো, হয়তো কারও উপকারে আসলেও আসতে পারে। কারন কানাডায় আমি ১২ গ্রেডে ঝরে যাওয়া ছাত্রদের গনিত শিক্ষা নিয়ে কিঞ্চিত কাজ করি। একটা স্মৃতিচারন দিয়ে শুরুটা করি। ১৯৭৭ [...]