অভিজিৎ রায় – ‘গহন পথে বজ্রানলের আলো’
একুশে বইমেলা প্রাঙ্গনের বাইরে, মুক্তচিন্তক অভিজিৎ রায়কে, সবার সামনে খুন করা হয়েছিল এখন থেকে দশ বছর আগে, ফেব্রুয়ারির ২৬, ২০১৫ তে। বিজ্ঞানী, যুক্তিবাদী, প্রগতিশীল লেখক অভিজিৎ রায় মুক্তমনা ব্লগ শুরু করেছিলেন। যুক্তি, প্রগতি এবং বিজ্ঞানের চর্চাই ছিলো ড. অভিজিৎ রায়ের অপরাধ। চরমপন্থীরা অভিজিতের মগজ খুবলে নিয়ে নৃশংস ভাবে হত্যা করেছিল, সুবিধাবাদী শাসক চক্র পাশে দাঁড়িয়ে [...]