অভিজিৎ রায়ের ‘সখি, ভালবাসা কারে কয়?’ সিরিজটি একত্রে!
কালো চোখে
ইচ্ছেগুলো বুকেই থাকে আসে না কো মুখে, কথা যে'সব হারিয়ে যায় তোমার কালো চোখে। অঝোর যদি বৃষ্টি হোত সকাল দুপুর রাতে, ভেজা হয়ে খুব জড়াতাম; তোমায় সারা গা'তে। বন জ্যোৎস্নার আলো যদি তোমায় পেত কাছে, তোমায় নিয়ে হৃদয় আমার দেখতে কেমন নাচে। গাছ পাহাড়ে রঙের নাচন কিছুই টানে না'যে, তুলি নিয়ে ডুবে আছি তোমার রঙীন [...]