পিয়ালের বনে খামোখা খুঁজেছ তুমি;
খুঁজেছ কোয়েলের কাছে।
মহুয়ার ধারা ভাঁড় ছেড়ে গেলাসে,
জাকারান্ডা বনের কাছেই।
এখানটায় শুধু বরফ সাগর মরুভূমি;
বুনো মাদলেরা শব্দহীন,
ছেড়ে আসা ঝিমঝিমে মেটে গন্ধ;
নেই কোত্থাও আশেপাশে।
আমিও খুঁজেছি এখানে তোমায় জেনেশুনে,
বিপজ্জনক গোপন দুঃখবিলাসে,
বিলাসী কৃত্রিম সূগন্ধ নিরাপদ দূরত্বে,
কিচ্ছু নেই যেখানে।
বৈচিত্র খোঁজা যখন অত সিরিয়াস লিখায় পরিণত হয়, তখন আপনার সিরিয়াস লিখা গুলো একাকীত্তে ভোগে।
কেয়া রোজারিওর মতন বহু আগেও আপনাকে অনেকেই বলেছে যে আপনার এ ধরণের ভেতর হতে নির্যাসিত লিখাগুলোই আরো বেশি ভালো। বুঝতে পারছেন কি পাঠক দিন দিন আপনার বৈচিত্রময় (!) লিখা গুলো হতে সরে এসে এদিকটাকে ভারী করছে? 🙂
@ছিন্ন পাতা,
বকুনি খেতে মন্দ লাগছে না মোটেও 🙂
আমি বুঝি না যার কালি কলম মন থেকে এ কবিতার প্রকাশ, সে কেন “খামোখা” অন্য ধরনের লেখা লেখেন!!
@কেয়া রোজারিও,
ওই সব লেখা না লিখলেও চলে বটে; তবু কখনো সখনো বৈচিত্র খোঁজে একটু রঙ চড়ানো, এই আর কি।
বিশেষ শৈল্পিক মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ (C)
আপনার কবিতা অনেক স্মৃতি নিয়ে আসলো–খুব ভালো হয়েছে।
@আবুল কাশেম,
ধন্যবাদ কাশেম ভাই। ভালো লেগেছে জেনে আমিও আনন্দ পেলাম (B)
শুভ সূচনা না হয়ে মিথ্যা সূচনায় যাত্রা তপ্ত কুয়াশায়, দিগন্তে নেশার বেগুনি আভা
এবং অতঃপর উষ্ণ সমাধীতে বরফ জলের ক্রমান্বয় বিস্তার ।
একি নেশা ? নাকি বীরত্বপূর্ন দূর্ঘটনা ?
@সংশপ্তক,
সেই তো, পালাবার পথ নেই; ওরা বলে ‘পালাবে কোথায়’ ?
এ কি নেশা, রোমাঞ্চ, নস্টালজিয়া নাকি ‘খামোখা’?
এ কি শেকড়, নষ্টামি; না’কি বিপজ্জনক দুঃখবিলাস?
এ কি দেশটা; ভালোবাসা; না কি শুধুই নস্টালজিয়া?
এ কি ছলনা, প্রেমিকা, না কি কুয়াশায় কল্পনা? (D)
মাত্র এক মাসের মত পরবাসে কাটিয়ে এসেছি বলেই হয়তো কিচ্ছু নেই যেখানে। মনে হয়নি।
যাহোক, ভাল লেগেছে।
@গীতা দাস,
মাত্র একমাস? দৃশ্যপট পাল্টে গেলেই বুঝবেন (F)
বিলাসী, কৃত্রিম, সুগন্ধ, নিরাপদ, দূরত্ব – শব্দগুলোর ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ।
উত্তরটা মনে হয়, পেয়ে গেছি।
ধন্যবাদ কবি।
@স্বপন মাঝি,
যাক, কেউ তো উত্তর পেয়েছে। আপনাকেও এক ভাঁড় মহুয়ার রস দিতে চেয়েছিলাম। এখন তো পাচ্ছি না। পেলেই পাঠিয়ে দেবো, আপাতত (D)
আহা কোথাও নেই নিজের ভূমির সুবাস
প্রিয়ার কেশের ঘ্রাণ
বউকথা কও…
মিটে না প্রানের তিয়াস
এমনই ভাবে ঘুরেছি কত…
কত দেশ
সবই মনে হয় কৃত্রিম
কোথায় সেই প্রিয়ার ঘন কালো কেশ!
@সপ্তক,
শেষ পর্যন্ত উইগ-ওয়ালিকেও ধরতে হয়েছিলো :))
ওঁম চামুণ্ডা
বনের নাম জাকারান্ডা
চোখবুজে খুঁজে দেখ
পাইলেও পাইতে পার
ঘোড়ার আণ্ডা
বাংলায় একটা প্রবাদ আছে,”টাকি মাছের পোনা, যার যার সোনা”। ঘটনা আসলেই সত্য। জন্মভূমির কোন তুলনা হয় না।
…Country Roads.. take me home.. to the place I belong..
@অরণ্য,
ওয়েস্ট ভার্জিনিয়া শুনতে না চাইলেওঃ
httpv://www.youtube.com/watch?v=MWzeInQaUk4
@কাজী রহমান,
country road…take me home…jon denver..ahhhhh
@সপ্তক,
হ্যাঁ শেকড়ের কাছে যাবার জন্য বিশ্ববিখ্যাত একটা গান ওটা।
আমি যা ভাবি তা হোল, খুব বেশী ভেবে লাভ নেই। আর শুদ্ধ মানুষ খুঁজে বেড়ানোরও কোন মানে নেই। অশুদ্ধি অতৃপ্তিই হয়ত আমাদের বেঁচে থাকবার প্রেরণা।
খুব প্রিয় একটা গানের লিঙ্ক দিলাম, অদ্ভূত সুন্দর একটা গান
httpv://www.youtube.com/watch?v=ET7kaNlSnHs
রয়েছে জাকারান্ডা বন, রয়েছে বরফ, সাগর, মরুভূমি; তবু পাওয়া যায় না মাদলের শব্দ, শুনতে পাওয়া যায় না প্রাণের সংগীত। রয়েছে সুগন্ধ; তবু মন পোড়ায় মেটে গন্ধের জন্য। কত কিছু রয়েছে; তবু যেন কিছুই নেই এখানে।
ছুঁয়ে গেল, রহমান ভাই।
@কাজি মামুন,
আপনার জন্য এই গেলাসে মহুয়া (D)