জিঞ্জিরা গণহত্যা
বহুতো বিরত্বগাঁথা হলো। এবার আসুন কিছু অন্ধকার দেখি। জিঞ্জিরা গণহত্যা একটি পরিকল্পিত সামরিক গণহত্যা যা পাকিস্তানী সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুর সময়ে সংঘটিত করে। ১৯৭১ সালের ২ এপ্রিল শুক্রবার ঢাকা বিভাগের অন্তর্গত, বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা,কালিন্দি ও শুভাড্যা এই তিন ইউনিয়নব্যপী এই গণহত্যাটি সংঘটিত হয়।1 হত্যাকান্ডের বিবরন মুক্তিযুদ্ধ শুরুর সময়ে ২৫ [...]