স্ফূরণ
লোকটা এলেই রীনাতের কেমন ভয় করতে থাকে। হাত-পা অসাড় হয়ে আসে। নিজের রুম থেকে বের হতে চায় না। কিন্তু এ কথাটা সে কাউকে বলতে পারে না। এমন কি মাকেও না। আর লোকটা এলেই মা কেবল ডাকবে, "ও রীনাত তোমার রবিন মামা এসেছে। এসো দেখা করে যাও।" মায়ের এ ডাক টেবিলে বসা রীনাতকে আরো অসাড় করে। [...]