রত্নগর্ভা তক্ষশীলা
তক্ষশীলা প্রাচীন গান্ধারা রাজ্যের রাজধানী, এক বিলুপ্ত শিক্ষালয়ের নাম, এক সফল বানিজ্য কেন্দ্র, উন্নত কারুশিল্প ও সংষ্কৃতি বিকাশের তীর্থস্থান, বৌদ্ধ, হিন্দু, জৈণ যুগের শিক্ষা সভ্যতার মূল্যবান পুরাতত্ত্বের অনন্য এক প্রাচীন সভ্যতার মহিমামন্ডিত নিদর্শনের স্মারক।শিক্ষা স্ফুরনের এই বিদ্যাপীঠটি পাকিস্তানের ইসলামাবাদের ৩০-৩২ কিঃমিঃ উত্তর পশ্চিমে রাওয়াল পিন্ডি জেলার পাঞ্জাবে অবস্থিত হলেও তা আমাদের অখন্ড ভারতীয় উপ মহাদেশের [...]