কন্যা সমীপে একজন কর্মজীবি মায়ের চিঠি
পুরুষকে আমরা সাধারণত বাবা-ভাই-পুত্র হিসেবে দেখি না। পুরুষ নেতা হয়, বিজ্ঞানী হয়, খেলোয়াড় হয়, দার্শনিক হয়, কিষাণ হয়। অন্যদিকে নারী মাত্রই মা-বোন-কন্যা। কেউ পুরুষকে অপমান করলে আমরা বাবা-ভাই-পুত্রকে অপমান করেছে বলে ক্ষেপি না, কিন্তু নারীকে অপমান করলে মা-বোন-কন্যাকে অপমান করেছে বলে ক্ষেপে যাই - পুরুষ হল একজন ধীমান-শক্তিমান মানুষ যে নিজেই নিজেকে হেফাজত করতে পারে, [...]