পৃতান আখ্যান
আদি হতে আজ অবধি পৃথিবীর সন্তান তুমি জন্ম নিয়েছো প্রতিনিয়ত মানবশিশুরূপেই, অথচ মানুষের পরিচয় কখনো জোটে নি তোমার। পুরাণের নীলকণ্ঠেশ্বর যেমন শুষে নেয় বিষ তুমি গায়ে মাখো সমাজের বিষাক্ত পুঁজ, আজন্ম বিষাদে। যতনামেই ডাকি তোমায় সবখানেই অবজ্ঞা অস্তিত্বের। এ সমাজ ততবার হয়ে ওঠে কুলাঙ্গার পিতার মত আপন অন্যায় মুছে দেওয়ার চেষ্টায় যে অস্বীকার করে যায় [...]