আগামীর স্বপ্ন-কথা
উৎপাদন ব্যবস্থা সব সময়ই প্রযুক্তিকে আশ্রয় করে গড়ে উঠে। আগে কম ছিল, এখন বেশী প্রযুক্তি নির্ভরতা। এই যা ফারাক। এই উৎপাদন ব্যবস্থাই আমাদের জীবন যাপন প্রণালী, আচার, সংস্কৃতি, বিশ্বাস, মিথ, ধর্ম ইত্যাদিকে তৈরি, নিয়ন্ত্রণ, পরিবর্তন ও পরিমার্জন করে থাকে। প্রয়োজনই আবিষ্কারের জননী। মানুষের ক্রমবর্ধমান প্রয়োজন নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন সম্ভব করেছে। প্রযুক্তি ঢেলে সাজিয়েছে উৎপাদন [...]