শুভ জন্মদিন অভিজিৎ রায়
অভিজিৎ রায়'এর জন্মদিন আজ। ভালোবাসায় ও বিনয়াবনত মনে তাঁকে স্মরণ করছি। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞান লেখক, যুক্তিবাদী, মুক্তচিন্তক ডঃ অভিজিৎ রায়'এর জন্ম ১৯৭১ এর ১২ সেপ্টেম্বর। বাংলাদেশের গুণী সন্তান অভিজিৎ সব সময়ই ভেবেছেন যে বিজ্ঞানমনস্কতা, যুক্তি ও মুক্তবুদ্ধির চর্চা মানুষের সত্যিকারের মুক্তি এনে দেবে এবং সেই লক্ষ্যেই আমৃত্যু কাজ করেছিলেন তিনি।