অর্থনীতি দেশে দেশে
আজ সারা পৃথিবীতে অর্থনীতি নিয়ে তোলপাড়। হয়ত আমাদের ও ভাবার কিছুটা অবকাশ আছে! জানিনা মুক্তমনার সবার কেমন লাগবে! ‘কে বলে অর্থনীতিবিদদের কৌতুকবোধ নেই’? টিচার্স রুমের নোটিস র্বোডে একটি কাগজ ঝুলছিলো। যার বাংলা করলে দাঁড়ায় অর্থনীতি- যদি ২টি গরু দিয়ে ব্যাখ্যা করা হয় তাহলে- সমাজতান্ত্রিক-তোমার যদি ২টি গরু থাকে তাহলে দরিদ্র প্রতিবেশীকে ১টি দিয়ে দাও! কম্যুনিজম [...]