আন্ধা কুসুম অথবা ছৈলাবৃক্ষনামা : গল্পকার অনিন্দ্য ও মনামীর জন্য গল্প
কাউখালিতে কাউ আছে। আর আছে রহিম। --কাউ কেডা? গরু? --উহু, গরু হৈব ক্যান। কাউফল। হলদে সিন্দুর। ভিতরডা লোদ লোদ। খাইলে টক—না খাইলে মিঠা। পুরা গেদেকম্বল। --আর রহিম? রহিম বাদশা? --রূপভান আইলে কুনহানে? উনি আব্দুর রহিম। আলেম। মোডা মোডা মেলা কিতাব লেখসেন । দ্যাখলে পিয়াস লাগে। --আর কি? --উনি জালেম। জামাতি। উনি কইছিলেন, সগোল সুমায় মানুষ [...]