দোহাই মে দিবসের !
আজ আর শ্রমিকদের লাল ব্যান্ড পরাতে যেও না দয়া করে। তাদের কারো হাত-পা-মাথা, কারো সারা দেহ, কারো বা হৃদয়ের গহীনে বাস করা টলটলে হৃদ, রক্ত-রঙে ভীষণ লাল হয়ে আছে, তাকিয়ে দেখ। ওদের জরাজীর্ণ কপালে তোমরা নিপুণ হাতে পরিয়ে দাও লাল পট্টি। দুর্ভাগ্যের কঠিন দেয়ালে কপাল ঠুকতে কিঞ্চিৎ সুবিধে হয় বটে! অন্যদিকে পট্টির আড়ালে ছেঁড়া-ফাঁটা বিবর্ণ [...]