ইসলামে বর্বরতা (নারী-অধ্যায়—৩)
আবুল কাশেম ফেব্রুয়ারি ২৫, ২০১১ ২য় পর্বের পর। জেনে রাখা ভাল নারীরা হচ্ছে পশু এবং ক্রীতদাসীর পর্যায় যাক, মোল্লা নন্দ কবি ছেড়ে আবার ইসলামে নারীর প্রচণ্ড মর্যাদার দিকে তাকানো যাক। সহিহ্ মুসলিম, বই ২৬, হাদিস ৫৫২৩: আবদুল্লা বিন ওমর বর্ণনা করছেন:আল্লাহর নবী (দঃ) বলেছেন, দুর্ভাগ্য যদি কিছুতে থাকে, তবে তা হল বাড়ি, ঘোড়া আর নারী’’। [...]