স্বপ্নভঙ্গের ইতিকথা (দ্বিতীয় পর্ব-পঞ্চম কিস্তি)
নিষিদ্ধ রাজনীতি :পতেঙ্গায় শেখ মুজিব গণপাঠাগার দেশে চলছে সামরিক শাসন। মেজর জেনারেল জিয়াউর রহমান-একাত্তুরের একজন বীর মুক্তিযোদ্ধা-একটি সেক্টরের কমাণ্ডার-প্রধান সামরিক প্রশাসক। অথচ দেশে বিরাজ করছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আবহ। একাত্তুরের স্বাধীনতা বিরোধীরা যেন হিংস্র শ্বাপদের মত গর্ত থেকে বের হয়ে আসছে একে একে। রাষ্ট্রীয়ভাবে পুণর্বাসিত হচ্ছে। দেশটাকে তারা আবার পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর। পক্ষান্তরে শেখ [...]