আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
বড় বেশি ভালোবাসি মা তোকে। কিন্তু বড়ই নির্বীর্য এই ভালোবাসা। নইলে দেশের স্থপতিকে সপরিবার হত্যা করা হয় আর কোনো প্রতিবাদ করি না আমরা! আইন করে তার হত্যার বিচার নিষিদ্ধ করার মতো বর্বরতা দেখানো হয় অথচ আমরা চুপ করে থাকি! বুটের তলায় সবুজের সব নিশানা মুছে জলপাই রঙের অন্ধকার দাবড়ে যায় আর আমরা হাত কচলাই! মরুবাসী [...]