তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী

"এইসব গাছেদের পূর্ব পূর্ব পুরুষের প্রাণ তুমি স্পর্শ করেছিলে হাতে তুলে। বৈঁচি বাবলায় জল বা আলোর ফোঁটা কতটা একাগ্র হয়ে পড়ে শিষ থেকে শিষে যেতে পতঙ্গের কী গতি পাখায় বনের কোন্ দিক থেকে ঠাণ্ডা ঠাণ্ডা গন্ধ আবির্ভূত। কোথায় মাটির পারে অজানা বসতিশূন্য দেশ- তুমি তার পরীক্ষাও নিয়েছিলে প্রাণ নেড়ে চেড়ে এইসব মৃত্তিকার, এইসব মাটিমেদিনীর আকর্ষণ, [...]