জঙ্গিবাদের চক্রজাল
যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসে প্রতিষ্ঠিত সন্ত্রাসবাদের বিস্তৃত চক্রকে এখন মনে করা হচ্ছে আমাদের ধারণার থেকেও অধিক সুপরিকল্পিত এবং আধুনিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বিবিসি ওয়েলসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দক্ষিণ ওয়েলসের পন্টিপ্রিডে সন্ত্রাসবাদের রোপিত চারাগাছ আজকে এই বিশাল মহীরুহ ফুলে ফলে শাখায় পত্র পল্লবে পল্লবিত হয়েছিল বাংলাদেশ থেকে আগত আপাতত দেখতে ‘নাজুক চেহারার’ একজন কম্পিউটার প্রকৌশলীর [...]