কেন ইশ্বর নেই: স্রস্টার অস্তিত্বের ২০ টি প্রচলিত যুক্তির উত্তর-আরমিন নবাবী-[পর্ব-১]
[ভাষান্তর- আতিকুর রহমান সিফাত] "বিজ্ঞান প্রাণের জটিলতা ও শৃঙ্খলা ব্যাখ্যা করতে পারে না। নিশ্চয়ই ইশ্বর এভাবে সবকিছু সাজিয়েছেন।" ধর্মগুলোর প্রাথমিক কাজ ছিল মোটের ওপর আদিম গুহা মানবেরা যেসব প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা করতে পারতো না সেগুলার ব্যাখা দেওয়া। যেমন ধরুন বজ্যসহ বৃষ্টি ও অগ্নুৎপাত মত প্রাকৃতিক শক্তিগুলোকে দেবদেবী প্রেরিত মনা করা হত। এখন বিজ্ঞানের অগ্রগতির সাথে [...]