তাহের এবং ৭ নভেম্বরের মূল প্রত্যয়
তাহের এবং ৭ নভেম্বরের মূল প্রত্যয় আবুল হোসেন খোকন বাংলাদেশের সৃষ্টি হয়েছে একটি স্বতঃস্ফূর্ত জনযুদ্ধের মধ্যদিয়ে। রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব এ জনযুদ্ধ সংগঠিত করেছে। রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বা জনযুদ্ধ পরিচালনা করেছে। ঠিক একইভাবে তার আগে বাঙালির হাজার বছরের ঐতিহ্যগত আন্দোলন-সংগ্রাম-বিজয়-অর্জন ইত্যাদি সবই হয়েছে রাজনৈতিক কর্তৃত্বে। ব্রিটিশ খেদিয়ে ভারত-পাকিস্তান জন্মের বিষযটিও রাজনৈতিক [...]