আমার সংসারে অভিজিৎ রায়
অষ্টাদশী, লাজুক, সারাক্ষণ মুখে হাসি লেগে থাকা আমি হঠাৎ করে প্রেমে পড়ে গেলাম। ছেলেটি মেধাবী, সুদর্শন, মাত্র ২৪ বছর বয়েসেই বিসিএস দিয়ে ক্যাডার সার্ভিসে জয়েন করছে। পাশাপাশি ঢাকা ভার্সিটিতে পড়ছে। কিন্তু বেশিরভাগ সময়ই ছেলেটি তার কর্মস্থলের বিশাল বাংলোতে আত্মীয়-বন্ধুহীন একাকী সময় কাটায়। অবস্থা বিবেচনায় মোটামুটি পারিবারিক ভাবেই দ্রুত আমাদের বিয়ে হয়ে গেল। আর বিয়ের সাথে [...]