এক চুমুকে চা শেষ করে, কষে দেবো বক্তৃতা
হাত-পা খিঁচে, ঝাড়বো কেশে- রাজনীতির ঐ ছককথা।
ডিম-পরোটা, ডাল-ভাজি, সাথে কলিজা আর লটপটি
সকাল বেলার নাস্তা আমার, মিষ্টি-ঝালে চটপটি।
পেটটি আমার খালি গেলে- হারিয়ে ফেলি কথার খেঁই
কথার ঝাঁঝে আগুন জ্বালাই- পড়লো পেটে খাবার যেই।
‘আগুন জ্বালো’, ‘আগুন জ্বালো’- জ্বালাই আগুন চারিধার
দিচ্ছে আলো প্রদীপখানা, গোড়ায় কিন্তু অন্ধকার।
মাস পেরিয়ে বছর গেলো, দিইনে টাকা কেন্টিনের
চায়লে টাকা মধু ভাইয়ে, হাতটি গোটাই আস্তিনের।
হল দখলের শক্তি খেলায় পেশীর জোরে কুপোকাত
করতে আমার নেই যে জুড়ি প্রতিপক্ষের মুন্ডুপাত।
এক ইয়ারেই পাঁচটি বছর, পড়ালেখায় আদু ভাই
কলাভবন, টিএসসিতে সদলবলে চষে বেড়াই।
‘লাইলী’ ধরা সহজতো নয়, মজনু হবার ভান করি
লম্ফ দিয়ে, দৃষ্টি কেড়ে, হেঁড়ে গলায় গান ধরি।
জামার নীচে ‘মালটি’ গোঁজা, বেরতো সেটা করতে বারণ
ফট করে তা বের যে করি- কারন নাকি অকারন।
রাজাধীরাজ ভাবখানা মোর, হবেই বা না কেন তা?
নেত্রী বড্ড স্নেহ করেন, আমি যে তার ছাত্রনেতা।
আব্দুর রহমান আবিদ
রচনাকালঃ মে, ২০১০
:clap2:
@মিঠুন,
মিঠুন, মন্তব্যের জন্যে ধন্যবাদ।
:yes:
@পৃথিবী,
ধন্যবাদ, মন্তব্যের জন্যে।
আবিদ ভাই,
চমৎকার হচ্ছে রাজনৈতিক ছড়াগুলো। এগুলো নিয়ে আগামি বইমেলায় একটা বই বের করার পরিকল্পনা নিতে পারেন আপনি।
@ফরিদ আহমেদ,
ফরিদ ভাই, আপনার মত বড় মাপের একজন লেখক “চমৎকার” বললে একদিকে যেমন খানিকটা গর্ব বোধ হয়, অন্যদিকে আবার খানিকটা ভয়ও লাগে কেননা ভবিষ্যতে ভাল মানের লেখা প্রডিউস করার এক ধরনের প্রেসার অনুভব হয়। কথাটা আবার খারাপভাবে নিয়েন না যেন।
@আব্দুর রহমান আবিদ,
ভালো লিখেছেন,তবে ছন্দে লিখেছেন তো ছন্দ কিছুটা কেটেছে।বাদবাকী ভালো।
@আফরোজা আলম,
মন্তব্যের জন্যে ধনবাদ। বড় বড় লাইনে ছন্দ মেলানোর প্রচেষ্ঠার উৎসাহটা রজত শুভ্রের ছড়াগুলো পড়ে পেয়েছি। চাঁদকে বাকা দেখে তেতুলের বাকা হওয়ার সাধও বলতে পারেন একে। তবে চেষ্টা করতে থাকলে কে জানে ভবিষ্যতে হয়ত কিছুটা ইমপ্রুভ করতেও পারি।
@আব্দুর রহমান আবিদ,
আপনাকে একটা পরামর্শ দিতে পারি।আপনার জি-মেইল আইডি থাকলে অরকুটে যান। নাকি অরকুটে প্রোফাইল আছে? ওখানে দেখবেন কবি রজত শুভ্রের একটা কমুনিটি আছে,”সাহিত্য আড্ডা” ওখানে আপনি তার অনেক ছড়া,অনেকের লেখা পাবেন,যেমন কবিতা,গল্প,রম্য রচনা, ওখান থেকে কিছু জানতে পারবেন।যেমন ছড়া লেখায় ছন্দ মেলানর কটা নিয়ম আছে,৪ মাত্রা।৬ মাত্রা ইত্যাদি। আমি বিস্তারিত জানিনা। তবে আমার জানামনে রজত শুভ্র এক জন দ্বিতীয় শিবরাম(ভুল নাম বললাম নাতো?)
খুব সাবলীল আর সহজ ভাষায় এমন ছড়া,রচনা,ভ্রমন কাহিনী লেখেন ।আমি আজ পর্যন্ত তার দ্বিতীয় কোন জুড়ি দেখিনি। মুক্তমনায় মনে হয় ২ টা দিয়েছিলেন। সময়ের অভাবে আসেন না হয়তো।
@আফরোজা আলম,
তথ্যটা দেবার জন্যে অসংখ্য ধন্যবাদ। জি-মেইলে আমার একাউন্ট নেই। তবে খোলা সমস্যা হবেনা বোধহয়। আমি অরকুটে ঢুকে দেখবো।