Book Cover: জীবববিবর্তন তত্ত্বঃ নানা জিজ্ঞাসা
Part of the মুক্তমনা ই বই series:

জীববিবর্তন নিয়ে অনন্ত বিজয়ের বই  'জীবববিবর্তন তত্ত্বঃ নানা জিজ্ঞাসা'। এ বইয়ে অত্যন্ত সাবলীলভাবে আলোচনা করা হয়েছে জীববির্তন সম্পর্কিত প্রয়োজনীয় কিছু মৌলিক বিষয় নিয়ে।

Excerpt:

পার্থিব জগতের অভিজ্ঞতা, পরীক্ষণ, পর্যবেক্ষণ, গবেষণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিজ্ঞান। বিজ্ঞানে অতিপ্রাকৃত বা অতিলৌকিক কোন বিষয়ের উপর আলোকপাত করা হয় না। বিজ্ঞান মানবীয় আবেগ নিরপেক্ষ, গবেষণার মাধ্যমে তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়।

READ MORE

‘অরিজিন অব স্পিসিজ’, ‘ডিসেন্ট অব ম্যান’ গ্রন্থদ্বয় লেখার কারণে ডারউইনও কম নিগ্রহের শিকার হন নি। কিন্তু আজকের যুগের বাস্তবতা ভিন্ন। বিজ্ঞান এ যুগে মানুষের জীবনধারা, চিন্তার জগৎ এত ব্যাপকভাবে প্রভাবিত করে রেখেছে যে, বিজ্ঞান ব্যতীত একটি দিন কল্পনা করাই দুরূহ।  জীববিবর্তন তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান; ঔষধশিল্পে ব্যাকটেরিয়ার প্রতিষেধক নিয়ে গবেষণা, জৈবপ্রযুক্তি, আণবিক, জীববিজ্ঞান ইত্যাদির মূল বিষয়ই হচ্ছে জীববিবর্তন তত্ত্ব।

COLLAPSE