Book Cover: 'যুক্তি' প্রথম সংখ্যা (২০০৭)
Part of the মুক্তমনা ই বই series:

অনন্ত বিজয় দাশ সম্পাদিত, সিলেট থেকে প্রকাশিত 'যুক্তি' পত্রিকার প্রথম সংখ্যা।

সিলেটের বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনন্ত বিজয় ‘সেক্যুলারিজম, যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতা’ বিষয়ক তৎপরতার জন্য ২০০৬ সালে ‘মুক্তমনা-২০০৫’ পুরস্কারে ভূষিত হন। কুসংস্কার, সংস্কারবদ্ধ জীবনাচারণ, অপবিশ্বাস আর চিরায়ত প্রথার বিরুদ্ধে যুক্তি ও মুক্তচিন্তা দিয়ে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে তাঁর সংগঠন ও ‘যুক্তি’ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনন্ত বিজয়ের লেখা ও সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো: (১) পার্থিব, (সহলেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। (২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। (৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। (৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪।

গত ১২ই মে কর্মস্থলে যাবার পথে নিজ বাসস্থলের সামনে মৌলবাদীদের চাপাতির আঘাতে নির্মমভাবে খুন হন অনন্ত বিজয়। অনন্ত বিজয়ের অকাল প্রস্থান বাংলাদেশের সেক্যুলার আন্দোলন এবং বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে এক অপরিমেয় ক্ষতি সাধিত হয়েছে। কিন্তু এখানেই অনন্ত -উপাখ্যানের সমাপ্তি নয়। নশ্বর দেহের পরিসমাপ্তি ঘটলেও অনন্ত তার লেখনী, কীর্তির মধ্য দিয়ে অনন্তকাল ভাস্বর হয়ে থাকবেন, সহযোদ্ধাদের প্রেরণা যোগাবেন।

Reviews:সাহিত্য সাময়িকী on প্রথম আলো wrote:

যুক্তি: চিন্তামূলক নানাবিধ রচনা