নির্বাচনে অংশগ্রগণকারী দলগুলোর নির্বাচনী ইশতেহার
নির্বাচনে (২০০৮) অংশগ্রগণকারী দলগুলোর নির্বাচনী ইশতেহার
By মুক্তমনা এডমিন|2008-12-28T12:35:23+06:00ডিসেম্বর 28, 2008|Categories: বাংলাদেশ, রাজনীতি|Tags: নির্বাচন ২০০৮, নির্বাচনী ইশতেহার|5 Comments
About the Author: মুক্তমনা এডমিন
মুক্তমনা এডমিন। মুক্তমনার মডারেটর এবং পরিচালক।
বিভিন্ন দলের নির্বাচনী ইশতেহারগুলোর আর্কাইভটা রেখে অত্যন্ত ভালো একটা কাজ করেছে মুক্তমনা। বিভিন্ন সময়েই আমাদের এটা কাজে লাগবে, কথা ও কাজের মিলগুলো যাচাই করতে।
মানুষ যে এখন সচেতন, এটা তাদের জানতে হবে না !
ধন্যবাদ মুক্তমনাকে…
কিন্তু মুক্তমোনা -এক্সিট পোল ্দিচ্ছে না কেন?
রেজাল্ট বেড়িয়ে গেল ত গেল-আগে একটু সংখ্যাতাত্ত্বিক
হিসাব কি বলে দেখা যাক? পরে মিলিয়ে নেওয়া যাবে!
এক্সিট পোল এবং রেজাল্ট আপডেট হোক এই সাইটে। এটীন বাংলায় দেখছি ৯০% টাইমে বিজ্ঞাপন। একটা ১ মিনিটের খবর পেতে ৯ মিনিট বিজ্ঞাপন শোনা ইন্টারনেট যুগে অচল। সময়ের অপচয়। তাই মডারেটরদের কাছে অনুরোধ-একটু টেক্সট আপডেটের ব্যাবস্থা করুন। এখনত ছুটি-অসুবিধা হওয়ার কথা নয়।
খুব ভাল কালেকশন। অবশ্য ইশতেহার অনুযায়ী কেউই কাজ করবে বলে মনে হয় না।
আওয়ামী লীগের ইশতেহারের ব্যাপারে বিপ্লব পালের সাথে একমত।
জামাতের ইশতেহার দেখেও লাভ নেই। ওরা এবার বোধহয় ৫ টির বেশী আসনে জিতবে না।
i found it on the Jamat’s website:
“When Awami League went to power, it prohibited Islamic politics. It curtailed the growth of Islamic education and culture. But when the late President Ziaur Rahman came to power, he added the word ‘Bismillah’ to the Constitution. He replaced ‘secularism’ with ‘faith in Allah’. That is why we felt an affinity with them and joined them in the alliance. ”
read more here:
http://www.jamaat-e-islami.org/index.php?option=com_publication&task=detail&info_id=19
মোটামুটি দেখলাম।
এগুলো আমার পর্যবেক্ষণ
(১) সবাই মোটামুটি বুঝেছে উন্নয়ন ছাড়া জণগন কিছু শুনতে চাইছে না। বি এনপির
ইস্তাহার সব থেকে ভেগ মনে হল। আউয়ামি লিগ ইস্তাহার ত ঠিক ই বানিয়েছে। বি এন পি ও ধর্ম নিরেপেক্ষ ইস্তাহার বানিয়েছে।
(২) জামাতের ইস্তাহারে ব্লেসফেমী আইন আনবে বলছে। মানে মুক্তমোনা তাহলে ত বাংলাদেশে বন্ধ করে দেবে!
(৩) এক মাত্র আউয়ামি লিগের ইস্তাহারে লিবার্যাল ডেমোক্রেসির প্রতিশ্রুতি আছে। বাকিদের নেই।
(৪) যাইহোক, দেখা যাক কি হয়। গনতন্ত্রের পথে ধর্ম নিরেপেক্ষতা এবং উন্নততর বাংলাদেশ আসবে মনে হচ্ছে।
(৫) বি এন পি জাতিয়তাবাদি দৃষ্টিভংগী তুলে আনতে ব্যার্থ হয়েছে। বুঝেছে ওসব খাবে না। উন্নয়ণ দিতে হবে। আবার ন্যশানালিজম একটু না দিলেই না। তাই ওই একটু ডোজ বা টাচ মারতে গিয়ে ভাল ছড়িয়েছে। তাই ওদের ইস্তাহারে না আছে উন্নয়নের ভিশন না আছে জাতীয়তাবাদি দৃষ্টি ভংগী।