দৈনিক সমকাল আজ (শনিবার ১৩ই ফেব্রুয়ারী, ২০১০)  ডারউইন দিবস উপলক্ষে বিশেষ পাতার আয়োজন করেছে। পত্রিকাটির কালস্রোত বিভাগে ডারউইন এবং তার যুগান্তকারী তত্ত্বের উপর অনেক লেখা স্থান পেয়েছে। আনন্দের বিষয় হল যে, সেই পাতার লেখকদের মধ্যে প্রায় সবাই মুক্তমনা ব্লগের সাথে সংযুক্ত। আসিফ, বন্যা আহমেদ,  অভিজিৎ রায়, খান মুহম্মদ (শিক্ষানবিস), রায়হান আবীর সহ অনেক মুক্তমনা ব্লগারের  লেখাই পাতাটিকে প্রাণবন্ত করে তুলেছে। এ ছাড়া আছে সম্প্রতি সিলেট যুক্তিবাদী কাউন্সিল থেকে প্রকাশিত যুক্তি পত্রিকার রিভিউ। নীচের লিঙ্ক থেকে দৈনিক সমকালের ফীচার পাতাতে যাওয়া যাবে-

দৈনিক সমকালের (কাল স্রোত) পাতায় ডারউইন দিবস

 

মুক্তমনার পক্ষ থেকে কালস্রোতের সম্পাদক আসিফ এবং সেই সাথে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হচ্ছে। এ সংক্রান্ত আরো খবর এখানে