মেডিকেল ফিজিক্সের উপর একটি সেমিনার
এ বছরের আগামী মে কিংবা জুন মাসে (সঠিক তারিখ কয়েক দিন পরে জানিয়ে দেয়া হবে) গণবিশ্ববিদ্যালয় (Gono Bishwabidyalay University) এর ডিপার্টমেন্ট অব মেডিক্যাল ফিজিক্স এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (MPBME) এর উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছ থেকে এ সেমিনারের জন্য গবেষণাপত্র (scientific paper) প্রেরণের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই আমন্ত্রণপত্র দেশ বিদেশের বিভিন্ন গবেষনাগার এবং বিশ্ববিদ্যালয়ে প্রেরণের পাশাপাশি মুক্তমনার ইংরেজী ব্লগে পাঠানো হয়েছে। সেমিনারের সূচী এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি দেখা যাবে এখান থেকে –
AN INTERNATIONAL SEMINAR ON MEDICAL PHYSICS & ASSOCIATED DISCIPLINES IN MEDICAL SCIENCE
সেমিনার সম্পর্কে আগ্রহী ব্যক্তিদের আহবায়কের সাথে যোগাযোগের আহবান জানানো হচ্ছে –
অধ্যাপক অজয় রায়
আহবায়ক
ইমেইল – [email protected]
টেলিফোন – 880-2-935 9063, 01747977321
আমি সেদিনই রব্বানী স্যারকে জানিয়েছি। আমার নিজের পক্ষ থেকে একটা পেপার দেবার ইচ্ছা আছে- যদি কাজ শেষ করতে পারি আর কী! আর ডিপার্টমেন্টে একটা ফরম্যাল চিঠি তো যাচ্ছেই।
@রায়হান আবীর,
অন্ধ বাদুড় প্রজেক্টটা নিয়া নাকি?