ভ্রান্তি

দূর হতে মনে হয় ফুল,
কাছে এলে ভুল;
হাত বাড়ালে, জল হয়ে,
গলে গলে পড়ে।

পথ

বিকালের বাতাস ছুঁয়ে যায়
সকালের সুখ।
রৌদ্রের বুকে জমে ক্ষত।
আর কত বিক্ষত হলে নদী,
তুমি দেবে সমুদ্রের ঠিকানা।

নোনাজল

কোথা থেকে আসে মেঘ,
কোথায় যায় চলে;
ভালবাসার এ পোড়ামাটি,
ডুবে যায় নোনাজলে।

সূর্যসেন

এখনো সূর্যসেন লন্ঠন উঁচিয়ে,
হেঁটে যায় মহাশূন্যে, নির্ভীক।
জলোচ্ছ্বাসের নীরব প্রস্তুতি চলে,
বাঙলার খন্ডিত শরীরে।

প্রমান্ধ

দিক ভেসে যায়
নোনাজলে।
এক চোখে হেঁটে যায়,
প্রমান্ধ প্রভু মন।

নির্মাণ কাল ১৯৯৫ থেকে ২০০৭