লিখেছেন: শেখ মাসুকুর রহমান শিহাব

এদেশে অভিজিতের জায়গা হয় না,
স্মরণীয় তালিকা থেকে ঝরে পরে,
প্রতিজন অভিজিৎ শঙ্কা নিয়ে বাঁচে
শুধু মানুষ কাঁদবে বলে।

বাইবেলের প্রতি তীব্র সন্দেহ থেকে মস্তিষ্কের জন্ম
পুরানের সাথে বিরোধ করে সভ্যতার উন্মোচন
কোরআন নামক মহাগ্রন্থের প্রতি অনুশাসনে অসঙ্গতির ঝর্ণায় বাধ দিয়ে প্রগতির লড়াই,
প্রতিটির সংমিশ্রণের অভিজিৎ এদেশে রক্তাক্ত লুটিয়ে পড়ে
আর উৎসবে চলে বিজ্ঞাপন।

অভিজিৎ নিষিদ্ধ হয়
অভিজিৎ হত্যা হয়
অভিজিৎ দু’দিনের বিজ্ঞাপন হয়
অভিজিৎ উবে যায়
অভিজিৎ গ্লানি ভরে উচ্চারিত হয়
অভিজিৎ মিছিলে শ্লোগান হয়
অভিজিৎ লাল পতাকায় সামিল হয়
অভিজিৎ নিরব মোমবাতি হয়
অভিজিৎ কিছু মানুষের আড্ডা থেকে হাজার যুবকের হৃদয় হয়
অভিজিৎ সব ছাপিয়ে ভাবিয়ে তোলার চেতনা হয়।

বইয়ের পাতাগুলো উল্টিয়ে অভিজিতের মগজ পড়া যায়,
পড়া যায় বিজ্ঞানের সুপ্ত তবে দৃঢ় ব্যবহারে নিশ্বাসের উচ্চারণ,
অঘোষিত অথচ নিষিদ্ধ অভিজিতের প্রতিটি বর্ণ জ্বলে উঠে হাতুড়ি হয়ে,
শোক নয় চেতনা হয়ে ছড়িয়ে পড়ে একাডেমির রক্ত মাখা মাঠ ছেড়ে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল বা তার চেয়ে বেশি প্রতি বিন্দু মগজে।