আমরা যতই ভাবতে চাই অভিজিৎ আমাদের মাঝে আছেন, সত্যিটা হচ্ছে তিনি নেই। তাকে হত্যা করা হয়েছে। অভিজিৎকে এখন আর কোথাও হাঁটতে দেখা যায় না, কথা বলতে দেখা যায় না, টেবিলে মাথা ঝুঁকে ঘন্টার পর ঘন্টা পড়তে দেখা যায় না, ব্লগে ফেসবুকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যায় না।
তবুও যেন তিনি আছেন, থাকছেন। আসলে তার থাকাটা খুব জরুরী। তার না থাকাটা ভীষণ বেদনার। এই দুঃখ বেদনার মাঝে তার সৃষ্টিকর্ম আজও অন্ধকারাচ্ছন্ন মানুষের মনে আলো ছড়াচ্ছে, ভাবাচ্ছে, প্রশ্ন করতে উদ্বুদ্ধ করছে।
অভিজিৎ রায়ের জীবন, কর্ম ও ভাবনা নিয়ে মুক্তমনা ব্লগার সবাক নির্মাণ করেছেন একটি সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল ভিডিও।
এই ভিডিও অভিজিৎকে হারানোর কষ্ট আরো বাড়িয়ে দিবে কিনা জানি না, তবে তাকে আরো ভালোভাবে মনে রাখতে সাহায্য করবে।
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে অভিজিৎ রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
সবাকের নিপুণ হাতে তৈরি এই ভিডিও দেখার পাশাপাশি ঘুরে আসতে পারেন অভিজিৎ রায় এর জন্য নির্মিত মুক্তমনা’র বিশেষ পাতায়: লিঙ্ক, এখানে রয়েছে অভিজিৎ রায় এর বই, ছবি, জীবনী ইত্যাদি। অভিজিৎ রায় এর লেখা বইগুলো মুক্তমনা ই-গ্রন্থাগারেও রাখা আছে।
Leave A Comment