আমি তো আগেই বলেছি তোমার উজ্জ্বল গোলাপ ঠোঁটের মতো
এ শহরের কিছুই অক্ষত থাকবে না; থাকবে না প্যালেস্টাইন ইসরাইয়েল
প্রেম ও ঘৃণার আস্ফালন। থাকবে না শীতে কাঁপতে থাকা এই আমার
উদোম বাহুতে আশ্চর্য সবুজ লবণ স্পর্শ।
এসব তো আমি আগেই জানতাম যেদিন
তোমাকে আকাশের মতো ধীরে ধীরে দূরে সরে যেতে দেখেছি । কিংবা
হয়তো তারও আগে তোমার সফলতার বিড়ালেরা যখন মিউ মিউ স্বরে
চুমু খেয়ে যেতো তোমার মন্দিরে তখনই হয়তো আমি জেনে গেছি
এ শহর তো বটেই কোন একদিন গোটা দুনিয়া ব্যাপারটাই বুদ্বুদের মতো
ফুস করে উবে যাবে ।
আমি তো আগেই বলেছি , থাকবে না ন্যালসান ম্যান্ডেলা এবং গেরিলা
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। সব শালা- আমি জানি – একদিন অস্ত্র জমা দেবে ।
তারা সব কাকের বাচ্চার মতো মিছিলের ভান ধরে আমাকে রাজপথে টেনে নিয়ে যাবে
আর পুলিশের গুলি খেতে খেতে শুয়োরের বাচ্চার মতো মরে পড়ে থাকলে ওরা আমার
তুমুল জানাজা দেবে ।
আমি তো আগেই জানতাম যখন সপ্তর্ষির রেখা ধরে ধরে তোমার দেহে
কালজয়ী জ্যোর্তির্বিদ্যার চর্চা করে গেছি ; যখন তোমার সুরভীর টানে গোটা বোটানিক্যাল
গার্ডেনকে দুই টাকার ভিখিরির মতো তাচ্ছিল্য করে গেছি ;
আমি তো তখনও জানতাম এই পথে ঠিক ঠিক একদিন ফার্ক গেরিলারা আত্মসমর্পন করে
নিজ নিজ বাপের কবরের পাশে গিয়ে দাঁড়াবে আচমকা।
তারপর তাদের বাপ ও মায়েদের পুরাতন ঝগড়ার আলাপ কবর থেকে সরীসৃপের মতো উঠে আসলে
বন্দুকহীনতার অসহায়ত্ব তারা বুঝতে পারবে।
আমি তো আগেই বলেছি , তোমার আর আমার পথে পঞ্চাশ হাজার কুকুরের বাচ্চা
লোভ আর কামে ভরপুর হয়ে বাঁধা হয়ে দাঁড়াবে। আর
আর আমি ? আমি তো বিপ্লব ত্যাগ করে তারও বহু বহু আগে
গোলাপ ফুলের মতো আমার প্রিয় রাইফেল জমা দিয়ে দেবো
রাষ্ট্রীয় প্রকোষ্ঠে।
এবং তারও অনেক পরে সাঁতার না জানা এই আমাকে
মানবিক সমুদ্রের মাঝখানে ফেলে তুমি উচ্ছন্নে যাওয়া শেয়ালদের মহাদেশগামী
বিপুল জাহাজে উঠে যাবে।
আমি তো আগেই বলেছি প্রিয়তমা, ইরান ও আমেরিকা একদিন আকাশ বাতাস কাঁপিয়ে শান্তিচুক্তি করবে।