কমিনিউজম এবং ধর্ম, দুটোই দাঁড়িয়ে রূপকথা এবং তার অলীক সত্যের প্রচারের ওপরে। গুচ্ছ গুচ্ছ মিথ্যে জনগণকে খাইয়ে তৈরী হয় কমিনিউস্ট বা ধর্মীয় প্রফেটদের বিগার দ্যান লাইফ চরিত্র।
আমি কিউবাতে যায় নি-যাওয়ার ইচ্ছা এখনো আছে ষোলআনা, বিশেষত ক্যারিবিয়ান দীপপুঞ্জ আমার প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। আগে আমেরিকা থেকে কিউবা যাওয়া সহজ ছিল না। ইদানিং ওবামা-রাউল চুক্তির দৌলতে এখান থেকে সরাসরি হাভানা যাওয়া যাচ্ছে। তবে আমার চেনাশোনা যেসব টুরিস্ট কিউবাতে গেছে, তাদের কাছ থেকে যা শুনেছি- হাভানাতে খাবারের শর্টেজ আছে এমনকি টুরিস্টদের জন্যও। তবে বেশ্যাদের রমরমা। মাত্র দশ ডলারেও শুতে রাজী হয়ে যায় যেকোন মেয়ে। কারন সবার বাড়িতেই খাবার দাবার থেকে বেসিক জিনিসের টানাটানি। কিউবান ইমিগ্রান্টদের কথা ছেড়ে দিলাম-তারা ত কাস্ট্রোর ওপর এমনিতেই খাপ্পা তাদের জীবন এবং পরিবার ধ্বংসের জন্য।
এবং মনে রাখবেন, আমি অন্যদের কথা বলছি না। বলছি ফিদেল কাস্ত্রোর মেয়ে আলিনা ফার্নান্ডেজের কথা। যিনি ৩৭ বছর বয়সে কিউবা থেকে স্পেনে পালান (১৯৯৪)। সেখান থেকে মিয়ামিতে । এখন মিয়ামিতে এক্সাইল কিউবান রেডিও শো হোস্ট করেন। উনি লিখেছেন উনার বাবার লেগ্যাসি – Castro’s Daughter: An Exile’s Memoir of Cuba।
এলিনার লেখা থেকে যে ফিদেলকে পাওয়া যায় তা অনেক বিশ্বাসযোগ্য। বাবা সম্মন্ধে খারাপ কথা কোন মেয়েই বলবে না। এলিনাও বলেন নি। শুধু তার লেখায় যে ফিদেলকে পাওয়া যায় -সেই ফিদেল কোন বাবা না- একজন আদর্শবাদি নেতা। গোটা লেখাটাই একজন কন্যা তার পিতাকে খুঁজছেন, কিন্ত ফিরে পাচ্ছেন এক নেতাকে।
লেখাটি খুবই বিশ্বাযোগ্য যখন দেখি কাস্ত্রো তার মেয়েকে ফেমিনিজমের শিক্ষা দিচ্ছেন এই ভাবে -তোমার মায়ের মত হয়ো না। সি ইজ টু নাইস ট্যু মি। ডোন্ট বি সো নাইস ট্যু এ ম্যান!
এলিনার লেখা থেকে পরিস্কার ফিদেল কমিনিউস্ট আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেন নি। প্রেসিডেন্টের কন্যা বা স্ত্রী-কোন আলাদা সুবিধা পায় নি হাভানাতে। এখন কমিনিজম রাষ্ট্রের জন্য একটি ব্যর্থ রাজনৈতিক আদর্শ-সেটি অন্য প্রশ্ন।
এবার আসা যাক ফিদেলকে নিয়ে গড়ে ওঠা মিথ প্রসঙ্গে। সত্যিই কি কিউবাতে চিকিৎসাব্যবস্থা এত ভাল?
দুদিককার বক্তব্য শুনে যেটা পরিস্কার-কিউবা অনেক বেশী ডাক্তার তৈরী করতে সমর্থ হয়েছে-কিন্ত দেশে না আছে মেডিসিন, না আছে আধুনিক মেডিক্যাল ফেসিলিটি। অত্যাধুনিক ফেসিলিটি একমাত্র আছে টুরিস্ট এবং নেতাদের জন্য। সেটা ডলার কামানোর ধান্দায়। একজন সাধারন লোকের পক্ষে এন্টিবায়োটিক পাওয়া দুস্কর। কিন্ত তাও কিউবার লাইফ এক্সপেক্টেন্সি আমেরিকার থেকে ভাল। কিন্ত সেই তথ্যও কমিনিউস্ট গুপি কি না, তাই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন [১] ।
কিউবার খাদ্য সিকিউরিটি নিয়েও একই কথা। ৭০% খাদ্য আমদানি করতে হয়। কারন দেশের কৃষিকর্ম একদম প্রাচীন যুগের। এর একটা বড় কারন কিউবা সাসটেনেবল কৃষিতে বিশ্বাসী। কিন্ত সেটা করতে গিয়ে দেশটার খাদ্য উৎপাদন একদম তলানিতে। ইম্পোর্টই ভরসা। [২]
ফিদেলের আগে কিউবা অনুন্নত ছিল এগুলো রূপকথা। কমিনিউস্ট বিপ্লবের আগে [৩]
কিউবার সাক্ষরতার হার ছিল ৭৮%
পার ক্যাপিটা ইনকাম ছিল উত্তর আমেরিকার মধ্যে পঞ্চম
লাইফ এক্সপেক্টেন্সিতে তৃতীয়
গাড়ী এবং টেলিফোন ওনারশিপে আমেরিকা, কানাডার পরেই ছিল কিউবা
মোদ্দা কথা কিউবা নিয়ে বলতে উঠলে, বাঙালী বামেরা উচ্ছাসিত হয়ে ওঠেন। যদিও বাস্তব এটাই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতি মাসে কিউবানরা বোটে করে ফ্লোরিডাতে পালাচ্ছে। অন্যদিকে আমেরিকার কজন কিউবা কোন দেশ সেটা জানে কি না সন্দেহ। আর যদি বাম বাঙালীর প্রশ্ন তোলেন, তারাও ডলারের লোভে আমেরিকান এম্নাসীতেই লাইন দিয়ে থাকেন-কিউবাতে পড়াশোনা করতে গেছেন, এমন বাম বাঙালীর সন্ধান কেউ দিতে পারবে বলে মনে হয় না। কারন কিউবাতে সবা্র ইনকাম ওই মাসে ২০ ডলার বা ১৫০০ টাকার কাছাকাছি। ওইকটা টাকার জন্য কোন বাম বাঙালী এখনো কিউবার ছাত্র হওয়ার দৌড়ে নাম লেখান নি-যদিও তারা ফিদেল এবং তার অলীক কিউবা নিয়ে ফেসবুক গরম করে থাকেন। তবে কি না অর্থ মর্হাঘ্য বস্তু-তা আদর্শবাদিদের ও ছাড়ে না।
[১]http://www.nationalreview.com/article/432680/myth-cuban-health-care
[২]https://www.wfp.org/countries/cuba
[৩]http://www.nationalreview.com/corner/442483/cuba-castro
বিপ্লব পাল নিজেকে সবজান্তা ভাবেন। এ নতুন কিছু নয়। উনার পড়াশোনার দৌড় ও সীমিত। হিলারিকে নিয়েও তার ব্যাক্তি উচ্ছা্সজনিত লেখা ছিল। নির্বাচন পরবর্তী কোনো লেখা অবশ্য উনি লিখেন নি। নিজের পছন্দের ক্ষেত্রে কুযুক্তিকেও যুক্তি বানিয়ে দেন
@ বিপ্লব পাল, সাধারণত আপনার লেখাতে নতুন চিন্তার খোরাক থাকে। এক মত হই বা না হই নতুন চিন্তার খোরাক পেতে আপনার লেখা আগ্রহ সহকারে পড়ি । কিন্তু ফিদেল কাস্ত্রকে নিয়ে আপনি যা লিখলেন তা মনে হয় যথেষ্ট চিন্তা ভাবনা না করেই লেখা ।
আপনি লিখেছেন কিউবাতে মানুষ না খেতে পেয়ে মরছে। অথচ বাস্তব হল তাদের গড় আয়ু অনেক বেশি । এটা কি ভাবে সম্ভব হল ভেবে দেখেছেন কি? একটা দেশে গড় আয়ু বেশি তার অর্থ হল –
১) মানুষগুলি পুষ্টিকর খাবার পায় ।
২) শিশু মৃত্যুর হার কম।
৩) সবাই প্রাথমিক স্বাস্থ্যের সুযোগ পায়।
৪) প্রসূতির স্বাস্থ ভালো (অর্থাৎ মায়েরা/ মেয়েরা পুষ্টিকর খাবার পায়।)
৫) পরিস্রুত জল পায়।
৬) শিক্ষার বিস্তার ঘটেছে ।
আপনি লিখেছেন চিকিৎসার মান খারাপ । কিন্তু আমরা জানি বিভিন্ন দেশে আপতকালিন সময়ে কিউবা তাদের চিকিৎসক পাঠায় । চিকিৎসকের মান খারাপ হলে বিদেশে গিয়ে কি ভাবে সন্তোষজনক চিকিৎসা করতে পারে?
ভালো ওষুধ নেই – তা তো হবেই । শক্তিধর দেশ অর্থনৈতিক অবরোধ করলে কি ভাবেই বা ওষুধ নিজেরা তৈরি করবে আর কি ভাবেই বা আমদানি করবে । তার উপর ওই দেশে প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে ।
ফুটবল প্লেয়ার মারাদোনা যখন ড্রাগ আসক্ত হয়ে পড়েন তখন চিকিৎসা করাতে কিউবাতে গিয়েছিলেন । চিকিৎসা খুব অনুন্নত হলে কি এটা সম্ভব হত?
মাত্র মুষ্টিমেয় কয়েকজনের জন্য উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আর বাকিদের জন্য চিকিৎসার অভাব (যেমন আমেরিকাতে আছে ) এবং সবার জন্য মাঝারি মানের স্বাস্থ্য ব্যবস্থা –
আপনাকে যদি দুটির মধ্যে একটিকে গ্রহন করতে হয় তা হলে আপনি কোনটাকে গ্রহন করবেন ?
বিপ্লব পাল: আপনি এ পর্যন্ত ১৩ টি মন্তব্যের একটি উত্তরও দেননি। ব্লগটির প্রায় প্রতিষ্ঠালগ্ন থেকেই আপনি এখানে রয়েছেন এবং কিছুদিন আগে পর্যন্তও দায়িত্বশীল আচরণ করেছেন। আশা করছি এখনও তা’ই করবেন। ধন্যবাদ।
বামপন্থাও একটা ধর্ম, বামপন্থীরাও ধার্মিকের মত আচরণ করে।
ক্যাস্ট্রোর প্রতি আর্মচেয়ার বাঙ্গালি বিপ্লবী থেকে কানাডার আল্ট্রা লিবারেল প্রধানমন্ত্রী সবার কান্না দেখে রীতিমতো বাকরূদ্ধ! একটা লোক খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা দিসে (যদিও কচু দিসে) এই যুক্তিতে সাত খুন মাফ, সমকামীদের জেলে পোরার অপরাধ মাফ, বাক ও চলাফেরার স্বাধীনতা রুদ্ধ করার অপরাধ মাফ, সব মাফ। খুবই হতাশাজনক। এদের মধ্যে অনেকেই দেখলাম নিজেদের মানবাবাধিকার কর্মী বলে পরিচয় দেন, যদিও কিউবার রাজনীতি নিষিদ্ধ, সংবাদপত্রের স্বাধীনতা নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ থাকাকে তারা বৃহত্তর স্বার্থে (!!) ভালো চোখে দেখেন। অদ্ভুত।
রায়হান ভাই,
কাস্ত্রো, চে, লেলিন, মাও, স্ট্যালিনকে নিয়ে অথরিট্যারিয়ান লেফটের এই অর্গাজম নতুন কিছু নয়। কমিউনিস্ট ইউটোপিয়ার নেশায় ইতিহাসের সব কুখ্যাত গণহত্যাকারিকে এরা মহাত্মা বানিয়ে দেয়, এই পোস্টের কমেন্ট সেকশনেও সেই প্রাদুর্ভাব লক্ষণীয়।
কিন্তু বিপ্লব পালের লেখার দূর্বলতাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শুধু এই পোস্ট নয়, বিপ্লব পালের সাম্প্রতিক সবগুলো লেখাই ভয়াবহভাবে দূর্বল, অসঙ্গতি-পূর্ণ, ভুল বানান আর কুযুক্তিতে ভরা।
এই লেখার প্রসঙ্গতেই আসি। এই লেখাতে উনি বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছেন, সেগুলোর পক্ষে প্রমাণ হিসেবে কিছু লিংকও যোগ করেছেন। সেগুলোর সত্যতা যাচাই করার সুযোগ না হয় রয়েছে। কিন্তু নিচের কয়েকটি লাইন লক্ষ করুন।
পরিচিত কিছু টুরিস্টের বক্তব্যকে রেফারেন্স টেনে বিপ্লব বাবু দাবি করছেন যে, কিউবার সব মেয়েই পতিতাবৃত্তির সাথে জড়িত। উনি নিজে কখনো কিউবা যাননি, তবে লোকমুখে শুনে কিউবার সকল মেয়ের চারিত্রিক সনদপত্র দিয়ে বসলেন, এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই হলো রেফারেন্সের নমুনা। এই কুৎসিত ঢালাও নারীবিদ্বেষী মন্তব্য কি মুক্তমনা নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে মুক্তমনা মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
একমত। অতিরিক্ত সরলীকরণে প্রাপ্ত এমন নারী বিদ্বেষি মন্তব্য এর বিষয়ে বিপ্লব পাল এবং সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিপ দা মুক্তমনাকে পুরো গুরুচন্ডালী ফেসবুক গ্রুপ ভাবছেন আজকাল। লেখার মধ্যে একটা প্রসঙ্গ টেনেই সেখান থেকে আরেক প্রসঙ্গে, তস্য প্রসঙ্গ, তস্য প্রসঙ্গ, একদিক দেখতে গেলেই সেটা বোঝার আগে আরো তিন পয়েন্ট। না থাকছে এনালাইসিস, না থাকছে কোন তাল ঠিকানা। ওখানে যেমন ৩ প্যারার মধ্যে শব্দ আর বাক্যজট ছুঁড়ে দেন , অযথা ডিবেটের জন্যে, এখানেও তাই করছেন। হরিবল হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। গুরুচন্ডালী আর মুক্তমনায় আমি বরাবর ডিফারেন্ট বিপ পাল দেখতাম। এখন এই, আমরা কি ডিজার্ভ করি?
আপনার লেখা সবসময় পক্ষপাতদুষ্ট হয়।
অনামীর মন্তব্যের সাথে সহমত।
এন্টিনায় ধরেনি
সূর্যের তলায় যা কিছু আছে তাই নিয়ে একটা আগডুম-বাগডুম লিখে দিলেই হলো? একটু ভেবে চিনতে, পড়াশোনা করে কিছু লেখা যায়না? ইয়ে মানে তথ্যপ্রমাণ সমেত? নাকি বাজার চলতি কিছু গুজব নির্ভর হালকা চায়ের দোকানে তুফান তোলা আলোচনাই হয়ে দাঁড়াবে মুক্তমনার ভবিতব্য? তথ্য ও যুক্তিনির্ভর মূল্যায়নের প্রতি দায়বদ্ধতা থাকবেনা?
https://www.quora.com/What-should-Fidel-Castro-be-remembered-for/answer/Ozgur-Zeren
আপনার জন্যও একটি লিংক
https://www.ifex.org/cuba/2016/11/28/castro_repression/?i=1
Reflections on Fidel Castro’s record of punishing dissent
আপনি বলতে পারেন হিউম্যান রাইটস ওয়াচ, এমনেস্টি এরা সবাই পশ্চিমা প্রপাগান্ডা মেশিন। হতে পারে। কিন্তু এখানে কমপাইল করা একটা ব্যাপারও যদি সত্যি হয় যেমন সমকামীদের জেলে পোরা (সত্যি, কারণ কাস্ট্রো নিজেই বিবিসিকে সাক্ষাৎকারে বলেছেন তিনি সমকামীদের সাথে সঠিক ব্যবহার করেন নি) তাহলে এই লোকটাকে কোন যুক্তিকে পছন্দ করতে হবে? ফিডেল কাস্ট্রো একজন স্বৈরাচারি যিনি বিরুদ্ধমত বন্ধে সদা তৎপর ছিলেন। তার মহান কর্মকান্ডের অনেক উদাহরণ গুগলে অনেক পাবেন। সত্য মিথ্যা অবজেক্টিভলি যাচাই করে দেখুন। এতোকিছুরও পরও যদি যুক্তি দেখান যে, উনার দেশের জনগণ তো কিছু বলে না (যদিও তাদের বলতে দেওয়া হয় না) তার মানে কাস্ট্রো ভালো, তাহলে বলবো সেটা মুক্তমনার পরিচয় নায়। ক্যাস্ট্রোর প্রতি আপনার সামাজিক বা পারিবারিক ইনডকট্রিনেশনে প্রাপ্ত মিথ্যার উপর ভিত্তি করে ভালোবাসা আপনাকে ক্যাস্ট্রোর ভুলগুলো দেখতে দিচ্ছে না। এতোই যদি ভালো থাকে কিউবানরা তাহলে তাদের চিন্তার, কর্মের স্বাধীনতা নেই কেনো, কিসের ভয় ক্যাস্ট্রো পরিবারের?
দেখুন আমার বক্তব্য এইখানে কাস্ত্রোকে নিয়ে নয়, বিপ্লব পালের এই বোগাস আনমনা ঘুম থেকে উঠে চা খেতে খেতে মার্কা লেখার বিরুদ্ধে| এইখানে একটা কথা বলতে চাই যে আমি কাস্ত্রোকে দেবদূত মনে করিনা, বকরাক্ষসও মনে করিনা| ক্যাস্ট্রোর মতন লার্জার দ্যান লাইফ চরিত্ররা দোষে গুনে ভরা থাকেন| হ্যা কাস্ত্রো অনেক অনেক অন্যায় করেছেন| অনেক অনেক মানবধিকার লঙ্ঘন করেছেন| কোনো মোটেই সেগুলো সমর্থনযোগ্য নয়| সমর্থন করিও না| এইটাও মনে করি ফিদেল যে সময় অবসর নিয়েছেন তার থেকে অন্তত ১৫ বছর আগে অবসর নেওয়া উচিত ছিল| কিন্তু পক্ষ-বিপক্ষের তথ্য ও যুক্তি-প্রতিযুক্তি দেখে মনে হয় যে সব মিলিয়ে ফিদেলের অবদানের ভালো দিকের পাল্লা অনেক বেশি ভারী| আপনি এইখানে কিউবান সমকামীদের কথা বলেছেন| কোন মানসিকতা থেকে কিউবান সমাজ এবং কাস্ত্রো রেজিম সমকামীদের সাথে দুর্ব্যবহার করেছে, কিভাবে কাস্ত্রো তার নিজের মানসিকতার ভুল বুঝে সংশোধনে ব্রতী হন, তার বিশদ বিবরণ ক্যাস্ত্রোর নিজেরই দেওয়া আছে| তার ফলে আজকে কিউবাতে সমকামী মানুষের অধিকার কতটা প্রতিষ্ঠিত সেইটাও একবার দেখে নিন| একটা উদাহরণ দেখান যেইখানে ফিদেলের সমসাময়িক কোনো রাষ্ট্রপ্রধান এমন খোলাখুলিভাবে নিজের আত্মসমালোচনা করেছেন এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে পেরেছেন তারপর এইসব ফালতু হ্যাজ দেবেন|
এইটা আমার মতামত| আপনার অন্য মত থাকতেই পারে| বিপ্লব পালের এই লেখার মানের সমালোচনা করেছি বলেই ফিদেল কাস্ত্রো আমার গুরুঠাকুর আর আমি চোখ বন্ধ করা কুয়োর ব্যাঙ, আমার চিন্তা মুক্তমনার পরিচয়াক নয় ইত্যাদি কনডিসেন্ডিং কথাবার্তাগুলো একটু বন্ধ করলে হয় না কি?
ফিডেল ক্যাস্ট্রোকে শুরুতেই সূর্যের সাথে তুলনা, পরে লার্জার দ্যান লাইফ বলা ইত্যাদি বিশেষণ একই সাথে তার বিরুদ্ধে সব খবর বাজারের চলতি গুজব, সেগুলো নিয়ে লেখা মানে পড়ালেখা না করে লেখা ইত্যাদি বলে কোরার লিংক ধরিয়ে দিলে, অনেকের কাছে আপনার কমেন্ট কুয়োর ব্যঙ্গের কমেন্ট মনে হতে পারে। তাই আপনাকেও একটা লিংক ধরিয়ে দিয়েছিলাম। যেকোনো লেখাকেই সেটা ভোরে চা খেয়ে লেখা হোক সমালোচনা করার একটা পন্থা আছে, যেমন স্পেসিফিক ভাবে পোস্টের ভুল দেখিয়ে দেওয়া। আপনি যেমন সমকামীতা ইস্যুতে আপনার কমেন্টে বললেন। কিন্তু এভাবে জাস্ট লেখাকে ট্র্যাশ বলা একই সাথে পুরো মুক্তমনার ভবিষ্যতকে টেনে নিয়ে আসাটা বেশি বেশি। আশা করি বুঝবেন।
ইয়ে মানে আমি কখন কাস্ত্রোকে সূর্যের সাথে তুলনা করলাম? মানুষকে সূর্যের সাথে তুলনা করার মতন ভাববাদ এখনো জুটিয়ে উঠতে পারিনি| যেইটা বলেছি তা হলো “সূর্যের তলায় যা কিছু আছে” – অর্থাৎ ইংরিজিতে যাকে বলে এনিথিং আন্ডার দা সান! অর্থাৎ বিপ্লব বাবুর লেখার বিষয়বস্তূ আরকি! দুর্বল অনুবাদ, ক্ষমা করবেন! তা তিনি লিখতেই পারেন যা মন চায়| সেইটা ওনার ব্যক্তি স্বাধীনতা| যেমন লেখা পছন্দ না হলে গাল পাড়ার অধিকার আমার| আর যিনি লিখছেন কিউবা যাইনি অথচ জানি ১০ ডলারে কিউবান মহিলারা শুতে রাজি হয়ে যান, অতএব ফিদেল পাজি ব্যর্থ, কিউবান সমাজ ফেইলিওর, ফিদেলের মেয়ে মায়ামিতে থাকেন ইত্যাদি, তার এমন বোগাস আনেকডোটাস ভরা লেখার কি গুণগান গাইতে যাবো?
কোড়ার লিংকের প্রতি এতো রাগ কেন? কৌলিন্যের অভাব বলছেন? লিংকটা খুলে দেখবেন ফিদেলকে নিয়ে দীর্ঘ মূল্যায়ন আছে| উপযুক্ত রেফারেন্স সমেত| স্বীকার করছি সেই মূল্যায়নের অনেকটাই একপেশে, কিন্তু বিপরীত মেরুর মতামত গুলোও প্রয়োজনীয়|
সর্বোপরি এই বাজারে লিংক এবং তার পাল্টা লিংক দেওয়া কোনো বড়ো ব্যাপার নয়| একটু খুঁজলেই পৃথিবী সমতল, চাঁদে মানুষ পা রাখেনি – সবই কারসাজি এর পক্ষেও হাজার হাজার লিংক পাওয়া যাবে| লিংক যুদ্ধে না গিয়ে অনেক প্রখ্যাত চিন্তাবিদ ঐতিহাসিক আছেন যেমন চমস্কি, তারিক আলী যারা কিউবা সম্পর্কে তাদের মূল্যায়ন রেখেছেন| সেগুলো পড়া ব্যক্তিগতভাবে শ্রেয় মনে করি|
পুনশ্চ: ফিদেল ক্যাস্ত্রো যদি লার্জার দ্যান লাইফ না হন, তাহলে এই ইডিয়ামটার মানে পাল্টে দিতে হয়!