ভয় হয়, যদি যাই বইমেলায়
হয়ে যাবো অভিজিৎ রায়

কার মুখ দেখে উঠেছি সকালবেলায়
মনে পড়ছে না, দেশ মেতেছে জঘন্য হত্যায়

আজকাল প্রত্যেকে সন্দেহবাতিক
রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে কুটিল রাজনীতি
বিভীষিকাময় রাত্রি ও দিন ব্যেপে আছে চারদিক।
মূল্যবোধ বলতে কিছু নেই, গোল্লায় গেছে সম্প্রীতি

একজন অভিজিৎ হত্যা মানে
সমূলে ধ্বংস বিশ্বের নাস্তিক?

আমার উত্থান জনপদে, উঠানে
ঘরে-ঘরে পিদ্দিম জ্বালি, বলি, নাস্তিক্যবাদই জীবন, সঠিক।
.
-দাউদ হায়দার
(১২ সেপ্টেম্বর, ২০১৬)

14333159_10154730090733287_8452041673659108921_n

ফারজানা কবির খান স্নিগ্ধা এবং ওমর ফারুক লুক্স’এর সৌজন্যে।