আলোগতি ছোঁয়া জানবার কালে,
বেশিদিন ধুঁকবে না মানুষ,
পেটে টান ধরলেই,
ঈশ্বর পেড়ে খাবে।
ঈশ্বর হবে বর্জ্য।
তারপর শোবে।
শুয়ে শুয়ে ছোঁবে।
ছুঁয়ে শুয়ে, নিজেরাই ঈশ্বর হবে।
এবং ঈশ্বর মিলনের নবজাতক, দেবে উপহার।
ক্রমশঃ উত্তপ্ত হয়ে ওঠা গ্রহে,
অনাগত ক্ষিধে আর ঈশ্বরের যুদ্ধে,
কোনঠাসা ক্ষিধেই আবার জিতবে।
ক্রমাগত নোনাজলে ডুবে,
ক্ষিধে লাগবেই চেনা মানুষের।
মানুষ; তোমায় যে জিততেই হবে।
একদিন হিংস্র হায়েনাগুলো
নিজেদের খোঁয়াড়ে আবদ্ধ হয়ে যাবে,
কয়েকটি খোঁয়াড়ে দেশের নাগরিক হবে,
তারপর; লাগাতার ছিঁড়েখুঁড়ে খাবে ওরা নিজেদের।
এবং; মুক্ত আলো-পৃথিবীতে, ওদের জায়গা দেবেনা কেউ।
সাবাস কাজী রহমন রচনাটির মধ্যে বেদনা বিদ্রূপ ক্রোধ তীব্র, আপনার লিখনি খুব নিজস্ব, বাঃ।
আপনার পর্যবেক্ষন ও সহৃদয় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
কবিতাটি পড়ে ভাল লাগল। ” ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় / পূর্ণিমা চাঁদ যেন ঝলসান রুটি” মনে পড়ল। অনিবার্যভাবে।
এই লাইন গুলো বেশী সেরা ছিল।
ধন্যবাদ
খুব ভালো কবিতা , এবার একটা লেখা দিন , অপেক্ষায় রয়েছি , আর আমিও কিছু লেখা দিতে চাই।
একজন ভন্ডের থেকে একজন স্পষ্টবাদী নাস্তিক ভাল , এই কথা তো স্বামী বীবেকানন্দ তো নিজেই বলে গেছেন। যে
ঈশ্বর দুঃখ ঘোচাতে পারে না , গরিবি ঘোচাতে পারে না তেমন ঈশ্বর আমার দরকার নেই ।
পৃথিবীতে দুটোই জাতি আছে,
একটা পুরুষ জাতি , আরেকটা মেয়ে জাতি ,
আর বাকি যে গুলো তা হল মানুষের বজ্জাতি ।
শুধু ধর্ম ই নয় , বর্ডার , দেশ এইগুলো মানুষের তৈরি
আসলে পৃথিবী ত একটাই ।
বড় শান্তি পেলাম দাদা , আপনার কবিতা পড়ে , আরো লিখুন।
চমৎকার। সুন্দর মন্তব্যবের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
হ্যাঁ দাদা ,
একটাই তো পৃথিবী , আমরাই তো এইটাকে টুকরো করেছি। মহাপুরুষরা সঠিক জীবনযাত্রা শিখিয়েছিলেন , সেটাকে আমরা নোংরা স্বার্থের
জন্য ধর্ম নামের লেবেল সেঁটে দিলাম। খুব দরকার প্রতিটি জাতির মানুস একে অন্যের কালচার বিনিময় করে এই হতচ্ছাড়া বর্ডার টাকে
চিরতরে ভেঙ্গে ফেলুক।
অনিয়মের নিয়মে,
তবুও কোথাও; অল্প কিছু ঘাড়ত্যাড়া মানুষ।
নিজের মনেই
অঁগাস্তে রোদিনের ভাস্কর্যের মত ভাবতে বসে,
সাগর আকাশ
একাকার করে উত্তর খোঁজে, আলোর তরে,
বাইরে ছুঁড়ে
বাঁধাই খাতা, ভালোবাসে জিজ্ঞাসা; নিবিড় কৌতূহলে,
একান্তে, মুক্তমনে।
.
-ভাবুক The Thinker
“অনাগত ক্ষিধে আর ঈশ্বরের যুদ্ধে,
কোনঠাসা ক্ষিধেই আবার জিতবে।” —— চমৎকার , যেন স্লোগান!
:rose: , কফি পেলাম না। ধন্যবাদ। ভালো থাকুন।
শুয়ে শুয়ে ছোঁবে।
ছুঁয়ে শুয়ে, নিজেরাই ঈশ্বর হবে।
এবং ঈশ্বর মিলনের নবজাতক, দেবে উপহার।
সব ধর্মেই ঈশ্বর মিলনের কথা বলে কিন্তু তারা মিলনের ফলাফল কক্ষনও বলেনা , অসাধারন লিখেছেন।
বিজ্ঞানের ইতিহাস সব-সময় সে-ই সাক্ষীই দেয়।
ভাল থাকুন,সুস্থ্য থাকুন।
চতুর হায়েনাগুলোকে আলাদা ভাবে চিহ্নিত করে পেরেকের একেবারে মাথায় দিয়েছেন এক ঘা। বাহ্।
পড়ে মন্তব্য করবার জন্য বরাবরের মত আবারো ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন সায়ন কায়ন।
আমি নাস্তিক জন্য গর্ববোধ করি, কারন ইশ্বর থাকলেও থাকতে পারে আবার নাও পারে কিন্তু ইশ্বর থাকলে তার শুরু অবশ্যই আছে। কিন্তু পৃথীবিতে যতগুলো ধর্ম সৃষ্টি হয়েছে সবগুলোই মানুষের তৈরি
ভালো থাকুন।
অসাধারণ
আপনাকে ধন্যবাদ সুজন। ভালো থাকুন।