লেখকঃ রেহান কৌশিক

ওড়ে জহ্লাদের ছুরি
হন্যে হয়ে খোঁজ করে বাঁশির শরীর —
নিশ্চিত মৃত্যুকে চায়, চায় রক্ত সুর ও মাটির!

হত্যাবোধ যুক্তিহীন খুব
অন্ধকার বুকে নিয়ে ছুটে চলে প্রতিদিন, হত্যা করে প্রকৃত ধর্মকে
ঢেলে দেয় গাঢ়-বিষ মতের বিরুদ্ধ সব চোখে!

দ্যাখো ওই বাঁশিদেহ কী রকম কেঁপে কেঁপে ওঠে
ধুলোয় গড়িয়ে যাচ্ছে শেষ শ্বাস তার

ফোঁটায় ফোঁটায় নামা রক্তে দ্যাখো, কী রকম জাগে অন্ধকার!

অন্ধকার বাড়িঘর। অন্ধকার রৌদ্রমেঘ। অন্ধকার সুদূর বাতাস…
আশ্চর্য হত্যার ত্রাস দিকে দিকে ওড়ে
নিজেদের মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে যান
লালন, জীবনানন্দ দাশ!

এ মাটি কাদের দেশ? এই পথে কাদের দখল?
কপোতাক্ষ ভাগীরথী ধানসিড়ি আর মেঘনায়
লালবর্ণ জল!