১- স্লোগান
ওদের চাপাতিতে নেইতো অত ধার-
আমাদের সকলকে কাটবার |
ওদের ওই হিংস্র আস্ফালন,
ওদের ওই মিথ্যা অহংকার |
নির্বিষ নয়, মারবে ছোবল –
সেতো জানাই ছিল অভিজিতদার |
“অন্ধকারে হোচট খেলে,
দোষটা নয়তো অন্ধকারের!”
জানত বলে আলো হাতে চলেছে পথ,
আঁধারের পথযাত্রী-
সেই আলোতে জ্বেলে প্রদীপ,
আজ আমাদের তীব্র অঙ্গীকার |
কলম আর কিবোর্ড দিয়েই,
টলবে ওদের ভিত |
বাংলা জুড়ে জন্ম নেবে,
লক্ষ অভিজিৎ!
২- যুক্তিবাদী মানুষ
একবিংশ শতকের আলোতে, আমি একটি মানবহত্যা করেছি |
একে একে ছিন্ন হলো, খসে পড়ে গেল দ্বন্দযুদ্ধে, হাত, পা, মাথার মতন,
খসে পড়ে গেল তার পূর্বজন্মলব্ধ বিশ্বাস, চেতনা এবং আরো অনেক কিছুই |
একদা প্রস্তরকঠিন তার ঈমান, যুক্তির শানিত ফলায় টুকরো টুকরো হলো |
যেন তীব্র জলস্রোতে মুখোমুখি হলো সহস্র বছর পুরনো বালির বাঁধ !
কোনো পয়গম্বর বা অলৌকীক শক্তি তাকে বাঁচাতে এলো না !
আমি যখন নির্মমভাবে, তিলে তিলে তাকে শেষ করছি,
আসমানী ফরিস্তারা আমার ওপর বজ্রাঘাতে করে তাকে জিতিয়ে দিতে পারল না !
তারপর একদিন, আমি গুটি পোকা থেকে প্রজাপতি হয়ে,
ডানা মেলে উড়ে চললাম নতুন শতকের ঝলমলে সূর্যের দিকে |
নিচে পড়ে রইলো আমার খোলস –
যাকে আমি হত্যা করেছি |
কে রোধে তার বিশ্বাসের বাণী?
অন্ধ উন্মাদের দল।
অন্ধকারের শকুনেরা
আলোকে পাস ভয়
জানবি তোদের অন্ধকার
আলো দিয়েই হবে দুর।
একটা পেন্সিল কেটে দিলে লক্ষটা পেন্সিল জন্মাবে, একটা কলম কেটে দিলে কোটিটা কলম জন্মাবে, একটা কীবোর্ড কেটে দিলে মিলিয়ন কীবোর্ড জন্মাবে। পেন্সিল কলম কীবোর্ড থামবে না, থামাতে পারবে না কেউ।