১- স্লোগান

ওদের চাপাতিতে নেইতো অত ধার-
আমাদের সকলকে কাটবার |
ওদের ওই হিংস্র আস্ফালন,
ওদের ওই মিথ্যা অহংকার |
নির্বিষ নয়, মারবে ছোবল –
সেতো জানাই ছিল অভিজিতদার |
“অন্ধকারে হোচট খেলে,
দোষটা নয়তো অন্ধকারের!”
জানত বলে আলো হাতে চলেছে পথ,
আঁধারের পথযাত্রী-
সেই আলোতে জ্বেলে প্রদীপ,
আজ আমাদের তীব্র অঙ্গীকার |
কলম আর কিবোর্ড দিয়েই,
টলবে ওদের ভিত |
বাংলা জুড়ে জন্ম নেবে,
লক্ষ অভিজিৎ!

২- যুক্তিবাদী মানুষ

একবিংশ শতকের আলোতে, আমি একটি মানবহত্যা করেছি |
একে একে ছিন্ন হলো, খসে পড়ে গেল দ্বন্দযুদ্ধে, হাত, পা, মাথার মতন,
খসে পড়ে গেল তার পূর্বজন্মলব্ধ বিশ্বাস, চেতনা এবং আরো অনেক কিছুই |
একদা প্রস্তরকঠিন তার ঈমান, যুক্তির শানিত ফলায় টুকরো টুকরো হলো |
যেন তীব্র জলস্রোতে মুখোমুখি হলো সহস্র বছর পুরনো বালির বাঁধ !
কোনো পয়গম্বর বা অলৌকীক শক্তি তাকে বাঁচাতে এলো না !
আমি যখন নির্মমভাবে, তিলে তিলে তাকে শেষ করছি,
আসমানী ফরিস্তারা আমার ওপর বজ্রাঘাতে করে তাকে জিতিয়ে দিতে পারল না !
তারপর একদিন, আমি গুটি পোকা থেকে প্রজাপতি হয়ে,
ডানা মেলে উড়ে চললাম নতুন শতকের ঝলমলে সূর্যের দিকে |
নিচে পড়ে রইলো আমার খোলস –
যাকে আমি হত্যা করেছি |