অরোরা বোরিয়েলিসের বর্ণিল বিষন্নতা,
কেউ কি দেখেছ সেদিকটায় চেনা জগতের অবয়ব?
বিমূর্ত তুলির আচড়ে দেখেছ কি গোয়েন্দা দৃশ্যপট; অচেনা?
শাব্দিক কম্পনে দুর্বোধ্য এক আকর্ষণ,
ভেবেছ কি কখনো, কেমনে টোকা মারে খামোখা?
বয়সী গুহায় ঝুলন্ত স্ফটিক থেকে আসে স্বরমিশ্রণ; স্নায়ু শিহরণ?
কত অজানারে একা, শুধু ভাবনার তরে,
একবারো দূরে গিয়ে হারিয়েছ তুমি; শুধু আপনারে নিয়ে?
ছুঁড়ে দিয়ে হিসেবের খাতা, দূরে; দূষিত আলো-বৃত্তের ওপারে?
রোপিত ভাবনায় চেনা ভাবা জীবনেই
রফা করে গেলে, এক দিন প্রতিদিন যাহাদের লাগি;
হে বন্ধু, বেঁচে গেলে; না দিয়েই অর্থ ওহে; অর্থহীন জীবনেরে?
আলোধরাদের খুঁজে দেখেছ কি তোমরা?
আলোদ্বীপে শুনেছি তাদের বাস, নিতান্তই কয়েকটি।
আলো-ইটে গাঁথা বাতিঘরে; আগ্রহে তারা, তোমাদের প্রতীক্ষায়।
আলোদ্বীপ শব্দটিই টেনেছে কবিতাটি পড়তে।
চমৎকার!
@গীতা দাস,
যাক আপনার দেখা পাওয়া গেল শেষ পর্যন্ত :))
Nice bro…!
@রিয়াদ হোসেন,
ধন্যবাদ (C)
আপনাকে ও ধন্যবাদ ।
কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো কিন্তু আলোদ্বিপ হতে এত দূরে বসবাস যে কিছু কথার মানে বুঝতে কষ্ট হয়। মাঝে মাঝে জানতে খুব ইচ্ছে করে কি বুঝাল এই দুটো লাইন দিয়ে । আপনি যদি সময় করে এই দুটো লাইন ব্যাখ্যা করতেন তাহলে বেশ খুশি হতাম ।
রফা করে গেলে; এক দিন প্রতিদিন যাহাদের লাগি;
হে বন্ধু, বেঁচে গেলে; না দিয়েই অর্থ ওহে; অর্থহীন জীবনেরে?
@সুহা,
বাক্সবন্দী ভাবনার মানুষ সংখ্যায় অনেক বেশি বলে জানি। এরা তাদের গণ্ডির ভেতর পচা পুরোনো চিন্তা চেতনার সাথে আপোষ মানে রফা করে বাঁচে। মুক্তমন নিয়ে জন্মায় অথচ আরোপিত সমাজ ধর্ম চেতনা নিয়ে বদ্ধমনে জীবন কাটায়। জানতেও পায় না যে ছোটবেলাতেই তাদের মগজ ধোলাই করেছে তাদের আপন জনেরা। মুক্ত মনের মানুষ আর তাদের হয়ে ওঠা হয়না। ধর্মকে ভয় করে তাদের জীবন হয়ে পড়ে জ্ঞানহীন; অর্থহীন। এ দুটো লাইনে সেইসব মানুষদের আমন্ত্রণ; মুক্ত জীবন বেছে নেবার।
মন্তব্যের জন্য ধন্যবাদ;
(C) র সাথে সাথে এই ক্লিপখানি ভালো লাগবে আশা করি:
আমার প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে
কবিতার শরীর থেকে ভুস ভুস করে বেরুচ্ছে ঊণবিংশ শতাব্দীর পুরা-গন্ধ , রহমান ভাই।
অতীত পানে নিয়ে যাবার জন্য ধন্যবাদ, হে কাজী রহমান ভাই। :))
@কাজি মামুন,
ও খালি উল্টাপাল্টা; এইসব ই ইচ্ছে হয় তাই না, দেখতে? তা ব্রেশ ব্রেশ। হাজার হাজার বছরের পুরানো বাক্স বন্দীদের মুক্ত জ্ঞানের আলো ছড়ানো মানুষদের কাছে যেতে বললেই খালী ভূস ভূস না? হে জ্ঞানদ্বীপের আলোকিত বিরল মুক্তমনের বিশিষ্ট নাগরিক; পুরানো নতুন বাক্সবন্দী যারা, তারা যদি কেউ বাতিঘর দেখে কাছে আসে তবে হুস ভূস না করে কূলে পৌঁছুতে সাহায্য করুন কাজি মামুন। আসল কামে নাই, হুদাই উল্টাপাল্টা :-[
সম্ভবত আপনি “কেমনে” লিখতে গিয়ে “ক্যামনে” লিখে ফেলেছেন। আর ২ বার “দূরে” লিখতে গিয়ে “দুরে” লিখে ফেলেছেন।
সুন্দর কবিতা (Y)
@এম এস নিলয়,
ধন্যবাদ নিলয়। ঠিক করে দিয়েছি।