একটা দুঃসংবাদ দেই মুক্তমনার পাঠকদের। আমাদের সবার প্রিয় কাজী রহমান ভাইয়ের মা মারা গেছেন। নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! মাত্র চার মাস আগে তিনি আমার আম্মার মৃত্যু সংবাদ জানিয়েছিলেন মুক্তমনার পাঠকদের। আর আজ আমি তাঁর মায়ের মৃত্যু সংবাদ দিচ্ছি এখানে।
আমরা যারা প্রবাসে আছি তাদের জীবনটা যেন এক দুর্বিসহ জীবন, অভিশপ্ত। হাজারো দুঃখ কষ্ট, জ্বালা-যন্ত্রণা, হতাশা-বেদনা সইতে হয় নিজে নিজেই। প্রিয় মানুষদের সাথে ভাগাভাগি করে এই দুর্বিসহতাকে কমানোরও কোনো উপায় নেই। তবে, এর চেয়েও ভয়াবহ হচ্ছে প্রিয়জনের মৃত্যু। আপনজনদের নিয়ে, বিশেষ করে বৃদ্ধ বাবা-মায়ের কথা ভেবে প্রতিদিন আতংকে ভোগে না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই আতংকে থাকতে থাকতেই একদিন অনিবার্য সংবাদটা আসে। দেশে যারা থাকে, তাদের চেয়ে দশগুণ বেশি আঘাত পাই আমরা। প্রিয়জন হারানোর তীব্র বেদনার সাথে যুক্ত হয় পাশে না থাকতে পারার অপরাধবোধ। এই অপরাধবোধের যন্ত্রণা তাড়িয়ে নিয়ে বেড়ায় সারাজীবন। এই আমি দেশ ছাড়ার পরে হারিয়েছি আব্বাকে, আম্মাকে আর আমার বড় ভাইকে।
কাজী ভাইয়ের মতো সদা হাসিখুশি মানুষটার কান্না শুনতে হবে আমাকে, এই চিন্তা কোনোদিন করিনি আমি। আজ আমাকে তাই শুনতে হয়েছে।
কাজী ভাই, আর কেউ বুঝুক আর না বুঝুক, আজ আপনার কেমন লাগছে আমি জানি। শুধু জানি বললে ভুল হবে, খুব ভালো করেই জানি। কোনো সমবেদনাই এখানে যথেষ্ট নয়। তারপরেও আপনার সাথে আছি আমরা, ভালবেসে। আপনি আমাদের অনেক প্রিয় একজন মানুষ।
:candle:
“মা” হারানোর বেদনা যে কি গভীর তা ২০০৮ সালে মাকে-কে হারিয়ে মর্মে মর্মে অনুভব করেছি ! কাজী রহমানের প্রতি আমার আন্তরিক সমবেদনা ! তবে সন্তানের কাছে মায়ের কোন মৃত্যু নেই ! এখন থেকে প্রয়াত মায়ের স্মৃতি হবে আপনার আনন্দ-বেদনার সাথী !
আপনার কষ্ট কে ছোঁব এমন স্পর্ধা করি না। আপনার স্মৃতি তে আপনার মায়ের হিরন্ময় দিনগুলোই শুধু জাগ্রত থাকুক । মৃত্যু শিয়রে নিয়ে বসে থাকার, নিত্য ক্ষয়ে যাওয়ার দিনগুলোর স্মৃতি বিলীন হোক।
কাজি রহমান,
এ সময় আমিও পার করেছি আমার বাবার মৃত্যু সংবাদ পেয়ে। আজও ঠিক সেই ব্যাথাটা আবার অনুভব করছি আপনার স্নেহময়ী মায়ের বিদায়ে। আমাদের শ্রদ্ধায় আর মমতায় মিশে থাকুন তিনি। আর জীবনভর আপনিও অনুভব করুন মায়ের কাছ থেকে পাওয়া অনুভূতি গুলো। এভাবেই তিনি আপনার অন্তরের আলো হয়ে থাকবেন। আমরা আপনার পাশে আছি, ভালো থাকুন আর ভালো রাখুন তাদের যাদের কাছে আপনি সুশীতল বৃক্ষছাঁয়ার মতো।
জমাট বাঁধা কষ্টের এমন সঙ্কটে মুক্তমনার বন্ধুরা পাশে দাঁড়াচ্ছে, এই পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যপার। আমি কৃতজ্ঞ।
আমার মা তার ছোটবেলা থেকেই মুক্তমনের মানুষ ছিলেন। ধর্মীয় আচারিক ব্যপারগুলো মা’র কাছে সবসময়ই ছিল ওজনহীন আর প্রায় অপ্রয়োজনীয়। স্মৃতি হাতড়ে দেখলাম, গল্পের বই পাগল মা কক্ষনো আমাদের মগজ ধোলাইয়ের চেষ্টা করেনি। মার জন্য নতুন করে আবার গর্ব হচ্ছে।
@কাজী রহমান,
প্লিজ, মাকে নিয়ে বিস্তারিত আরো লিখুন; যাতে তার জীবন থেকে আমরা আরো উৎসাহিত হতে পারি।
মৃত্যু হচ্ছে জীবন প্রক্রিয়ার উল্টোনো অসম্ভব পরিসমাপ্তি; আমাদের এটা মেনে নিয়েই শক্ত হতেই হয়। গভীর সমবেদনা রইল কাজী রহমানের প্রতি।
ছিলাম না একদিনের জন্য নেটে। আজ এসেই এই দুঃসংবাদ।
মুক্তমনার সদস্যদের খুব কম লোকই এখন মুক্তমনার ব্যাপারে আমাকে যেঁচে ইমেইল করেন। যাদের কাছ থেকে প্রায়ই ইমেইল পাই, তার মধ্যে কাজী রহমান অন্যতম।
আমি খুবই দুঃখিত। আশা করি উনি শক্ত আছেন। থাকবেন।
কিছু বলার ভাষা জানিনা, কেবল বলতে পারি আপনার কষ্টের সহমর্মি আমরা সবাই কাজী রহমান ভাই।
কাজী রহমানের জন্যে সান্তনা।
ফরিদ আহমেদ, ঠিকই বলেছেন। যদি সত্যিই পরকাল বলে কিছু থাকে এবং মানুষ তার কৃতকর্মের শাস্তি পায় তবে বাবা-মাকে বৃদ্ধ অবস্থায় abandon করে আসার জন্যে অনেক দূর্ভোগ নিশ্চই আছে।
অবসরে যাওয়া মা-বাবার সাথে মাত্রই ফোনে কথা বলা শেষে এই শোক সংবাদটি পেলাম। উপরে যা লিখেছেন তার চেয়ে সত্যি আর কি আছে? এই প্রিয় মানুষগুলোর দরকারের সময় তাদের পাশে না থাকার অপরাধবোধ সত্যি খুব ভোগায়।
এই শোকের দিনে কাজী সাহেবকে আন্তরিক সমবেদনা!
আর কিছু বলার নাই। আছি আমরা রহমান ভাই, আপনি যে আমাদের অনেক প্রিয় একজন মানুষ!
কাজী সাহেবের মায়ের মৃত্যুতে আমি মনোবেদনা অনুভব করছি, বিশেষ করে প্রবাসে আছেন বলে তার কষ্টটা বেশি হবে।
তিনি নিজের মনোবলে এ কষ্ট, বেদনা, দুঃখ ও শোক কাটিয়ে উঠবেন এ প্রত্যাশা করছি।
কি বলব……
আহা শুনে খুব দুঃখ পেলাম।কাজী ভাইকে খুব পছন্দ করি আমি। অমন উচ্ছল মানুষটার কষ্ট যেন আমার নিজের বুকেই লাগছে। 🙁 যদিও উনার শোকের কোন সান্তনা নেই। উনাকে এখুনি ইমেইল করছি আমি। যেহেতু ইমেইল ই বা ফেসবুকই মুক্ত মনা ব্লগারদের সাথে আমার যোগাযোগের একমাত্র উপায়।
কাজী ভাইয়ের প্রতি আন্তরিক সমবেদনা আর মায়ের জন্য শ্রদ্ধা :candle:
আজ বেলা আড়াইটায় কাজী সাহেবের কাছ থেকে আই- মেসেজে শোক সংবাদটা পেলাম। সাথে সাথে ফোনেও কথা হল। কি বা বলার আছে – যার হারায় একমাত্র তিনিই জানেন স্বজন হারানোর ব্যাথা কি ।
:candle: