আজকের সকালটা একটু অন্য রকম না?
কেমন ফুরফুরে, আর ঝরঝরে?
সকালটা তো কালও ছিল।
তবে ছিল এমন ঝলমল সুনীল?
বুকের ভিতর বিঁধে ছিল বাসা,
ক-ফ জমাট, ক-ফিন ঠাসা।
দীর্ঘদিন ধুলো-কাদার মধ্যে থাকলে
হয় নাকি আ্যজমা, তাড়া করে যক্ষ্মা!
শ্বাসগুলো সব বাঁধা পড়ে সরু নদীর চড়ে,
দেশটা ভরে ফুলে-ফেঁপে মস্ত ইনহেলারে
তবু পবিত্র আত্মারা যখন হেঁটে যান দৃপ্ত পদভারে,
থাকে না আবর্জনা-ধূলি, আর দুর্গন্ধ ছিটেফোঁটা ।
বেয়াল্লিশ চক্র ঘুরে যারা সাথে এনেছেন অবশেষে
সওগাত আকাশের, আর সুগন্ধি ফোঁটা ফোঁটা।
বাতাস পানের ধুম লাগে তাই, খুশির বানে ভাসে,
কাদা-ময়লা বিলুপ্ত এখন ‘ভি’ আকৃতির এক ফাঁসে…
অন্য রকম সকালেরই অনুভূতি পাচ্ছি মামুন । বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা রইলো । (FF)
অন্য রকম একটি সকালের জন্য প্রায় বেয়াল্লিশ বছর অপেক্ষা করতে হয়েছে, দীর্ঘ রজনীর অযুত প্রহরের পর আজকের এই সকালের অনুভূতি তাই কোনভাবেই কাব্যে ধারণ করা সম্ভব নয়, তবু আবেগাপ্লুত হয়েই সেই ব্যর্থ চেষ্টাটুকু করেছি।
অন্য রকম বিজয় দিবসের আগাম শুভেচ্ছা, ফরিদ ভাই! (FF) (FF) (FF)
পবিত্র বাংলার মাটিতে জন্ম নেওয়া এক বিষাক্তকীট আজ তার বিষ ছড়াতে পারেনি বলেই মনেহয় আজকের সকালটা একটু অন্যরকম ছিল।
আপনি ঠিকই ধরেছেন, তারিক ভাই।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিজয়ের অগ্রিম শুভেচ্ছা! (FF)
@কাজি মামুন, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। (FF)
দারুন। এই ভি এখন সম্ভবত জাতীয় চিহ্ন ! আমার একটা জিনিস খুব জানতে মন চায়। ইহুদী খৃষ্টানদের বিজয় চিহ্ন কেন এখন শরিয়তওয়ালারা ধুমছে দেখিয়ে যাচ্ছে! উনাদের কাছে কি নতুন কোন ওহী নাজিল হয়েছে?
ইহুদীগো চিহ্ন যখন হালাল হয়েছে, তাদের খানা খাদ্যও কি হালাল হয়েছে?
@মুরশেদ ভাই,
জানেন না বোধহয়, একেশ্বরবাদী রিলিজনগুলো একে অপরের কাজিন। অনেক মিল রয়েছে তাদের মধ্যে। আদান-প্রদানও হয় বেশ।
সময় এসেছে জনতার বিজয়ের। আমাদের প্রতিটি সকালই হোক প্রাপ্তির আলোয় উদ্ভাসিত।
@দাঙ্গাবাজ,
মনে পড়ছে কবিগুরুর গানের লাইনঃ
”এদিন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার?
আজি প্রাতে সূর্য্য ওঠা সফল হলো কার?”
@কাজি মামুন, অনেক কিছু মনে করিয়ে দিলেন। যখন এই কবিতাটা আবৃত্তি করতাম তখন দু’চোখ জোড়া অনেক স্বপ্ন ছিল – এই দেশকে নিয়ে, নিজেকে নিয়ে। মাঝের একটা লম্বা সময় স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিলো। কেন জানি সেই স্বপ্নগুলো আবার দেখতে ইচ্ছে করে। জয় হোক বাংলার! জয় হোক বাংলার মানুষের।
হ্যা আজকের সকালটা একটু অন্য রকম লাগছে কাজী মামুন। ভালো লাগছে।
জনতার জয় হোক অব্যাহত।
@কাজী রহমান ভাই,
হ্যা, অন্যরকম তো বটেই, তবে আফসোস, এই আনাড়িকেই কবিপনা করতে হল।
সত্যিকারের কবিরা এখনো রোমান্টিক ভাবালুতায় বন্দী!
@কাজি মামুন,
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
-ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য
========================
গলিত দেহ একাকার আবর্জনা থেকে,
দেহাবশেষের জানালা বেয়ে,
বেরোয় নতুন চারা।
চেতনার আদর উত্তাপে বড় হয় ওরা,
ছুঁড়ে ফেলে বেনিয়ার চাপানো বিভ্রান্তিকে,
পা বাড়ায় শাশ্বত আলোর খোঁজে।
একাদের এক করে দল বাধে একসাথে।
পাজরের ফাঁক গলে চেতনায় উত্তপ্ত ওরা,
ছ্যাঁদা খুলির দূর্গ ছেড়ে মুক্তাঙ্গনের ওরা,
গনগনে ওরা, আসছে, প্রতিশোধ নিতে।
সাবধান।
……… ……. এই লেখাটা দিয়েছিলাম শাহবাগ ইভেন্টের মাত্র কয়েকদিন আগে; তাই না?
চাই না কোন রাজাকারি রাজাকারের বিচারে,
চাই না কিছু ফাঁসি ছাড়া, কুত্তাগুলার মাথা দে।
……. ………… আর এইটা গণজাগরণ আন্দোলন শাহবাগ অবস্থানের সময়; ঠিক তো?
অনেকদিন পর; দানবের উদ্বাহু নৃত্য চরমে;
যখন কেউ দেখেনি সবুজ পাতাদের তারুণ্য;
তখন, হঠাৎ হাসলো মা অনেককাল পর;
সবাই দেখল নতুনরা ভার নিয়েছে, প্রতিশোধের।
……. ……….. এখন নতুনরা ভার নিয়েছে, প্রতিশোধের
লিখে যান, চেতনার আগুনে সবাই পরিশুদ্ধ হোক। নতুনরা, বাকি সবাই আশায় বুক বেঁধে অপেক্ষায় (FF)
এই সকালের জন্যে অভিনন্দন| তবে বাংলাদেশের প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ জনগনের জন্যে লড়াইটা কঠিন থাকবে বলেই মনে করি| রাজনীতির ময়দানে কাদের মোল্লা তো এখন সাম্প্রদায়িক শক্তিগুলোর জন্যে টাটকা শহীদ! তাই মনটা কু গাইছে| শয়তানটা মরেছে বটে, কিন্তু আরো অনেক নিরীহ মানুষের লাশের উপর দিয়ে জামাতি ও হেফাজতিরা ওকে কবরে শোয়াবে!
@অনামী,
লড়াই চলতেই থাকবে, কারণ লড়াই কখনো শেষ হয় না।
লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।
জমাট ক-ফ গলতে শুরু করেছে, তবে জামাত আর হেফাজতকে না ঠেকালে এ্যাজমা আর যক্ষা থেকে রক্ষা নেই।
@গীতাদি,
আর গিলতে হবে না, গলার যুগ শুরু!