এক পলকেই উনিশ,
ডি এম সি তে গুনিস।
কেউবা পুরাই আলু পুড়া, কেউবা আবার ফিনিশ
মুখপোড়া সব কাদছে দেখ
কাউরে কী তুই চিনিস!
দুর্গা রাণীর রুপের ছটা, এক্কেবারেই শেষ
মুখপুড়িরে পড়াই দিসি কালী মাতার বেশ।
মিটায়ে দিসি দস্যি ছেলের ঢা্কা দেখার খা’ব
অগ্নি গোলায় পইড়া শেষে যমরে ডাকে বাপ।
হাট বাজারে মারছি ছুঁড়ে, আগুন বোমার চাকা
বাদুড় ঝোলা বাসগুলো সব এক লহমায় ফাকা।
এক লহমায় উনিশ,
আমরা দারুণ খুনীস।
আমরা দারুণ ছুঁড়তে পারি, তেতুল বাবার দোয়া,
খেলটা এখন জমছে যেন ছেলের হাতের মোয়া,
পুড়বে গাড়ি, ট্যাম্পু লরী, আর যা বল যেটি,
সিংহাসনে বসবে এবার লাট সাহবের বেটী।
বর্তমান বাংলাদেশের অসহনীয় ভাবকে নিয়ে যে অস্বস্তি লেখাটি এ ভাবকে আরও জাগিয়ে দিল।
@গীতা দাস, এই অসহনীয় অস্বস্তি শুধু আমরাই বুঝি আছি। নইলে যারা থাকে প্রসাদের নিরাপত্তায়, লাদেনের মত পাঠায় গোপন ভিডিও বার্ত, তাদের কোন অসুবিধা নেই, শুধু চুরান্ত সিদ্ধি লাভের জন্য একটু অপক্ষায় থাকা ছাড়া।
অনেক ভালো লিখেছেন, ভালো লেগেছে। (Y)
@নিলয় নীল, ধন্যবাদ নীল। আমরা যার কিছুই করতে পারিনা, তাদের পক্ষে বসে বসে যাবরকাটা ছাড়া আর করার কীই বা আছে?
মুরশেদ
শক্তিশালী।
এই সব লেখা কলঙ্কিত ইতিহাসকে পরিস্কার চোখে দেখতে সাহায্য করবে। এগুলো দলিল।
অনেক দিন পরে দেখে ভালো লাগলো।
আপনার লেখাটা কিন্তু আমি এইভাবে পড়েছি :
এক পলকেই উনিশ,
ডি এম সি তে গুনিস।
কেউবা পুরাই আলু পোড়া, কেউবা আবার ফিনিশ।
মুখপোড়া সব কাঁদছে রে দেখ;
কাউরে কী তুই চিনিস!
দুর্গা রাণীর রুপের ছটা, এক্কেবারেই শেষ
মুখপুড়িরে পরায় দিসে কালী মাতার বেশ।
মিটায়ে দিসে দস্যি ছেলের ঢাকা দেখার খা’ব;
অগ্নি গোলায় পইড়া শেষে যমরে ডাকে বাপ।
হাট বাজারে মারছে ছুঁড়ে, আগুন বোমার চাকা;
বাদুড় ঝোলা বাসগুলো সব এক লহমায় ফাকা।
এক লহমায় উনিশ,
ওরা দারুণ খুনীস।
ওরা দারুণ ছুঁড়তে পারে, তেতুল বাবার দোয়া,
খেলটা এখন জমছে যেন ছেলের হাতের মোয়া,
পুড়বে গাড়ি, ট্যাম্পু লরী, যে যাই বল যেটি,
সিংহাসনে বসবে এবার লাট সাহবের বেটী।
@কাজী রহমান, হ্য, তাই। ওরাই। ওরা আমাদের কেউ না। ওরা বাংলার কেউ নয়। বাঙালীর নয়। বড় জোড় বাংলাস্তানী(বাংলার পাকিস্তানী)। আমাদের বাসভূমে চিতার আগুন জ্বালিয়ে ওরা আমোদ ফেটে পড়ে।
আপনার অনুভুতি কে স্যালুট।
আলু ভর্তা, বেগুন ভর্তা বানানোর জন্য এখন বাংলাদেশে আর কারুর বাড়িতে চুলা জ্বেলে দেশের সম্পদ নষ্ট করার মানে নেই। আলু বেগুন এনে বাসে রেখে দিলেই চমৎকার ভর্তা বানানোর উপযোগী হয়ে পুড়ে থাকবে।
@তামান্না ঝুমু, পুড়ুক। এই পোড়া ছাই থেকেও জেগে উঠবে ফিনিক্স পাখি, হয়ত শত বর্ষ পরে।
@মুরশেদ,
চরম বিভীষিকার মধ্যেও স্বপ্নই আমাদের বেঁচে থাকবার অনুপ্রেরণা দেয়। আমরাও সে রকম স্বপ্ন দেখছি। দেখি কী হয়।
কেমন নির্বিকার খুনীরা। খুন হলে পরে দায়সারা ভাবে বলে দিচ্ছে- এটা অপর পক্ষের কাজ। তারপরেই ঘোষণা আসছে নতুন উদ্যমে খুনের। নাতুন আয়জনে মাংস পোড়ানো!
মানুষ খুন কি একটা নেশ! একাত্তরেও কি তাদের এমন যম নেশায় পেয়েছিল?া
এমন রাক্ষস নেশা মিটবে কবে?
@মুরশেদ,
বাংলাদেশের পুলিশকে মাথা থেতলে মারা, বিজিবি সদস্যকে গুলি করে মারা, ICT এর রাষ্ট্রপক্ষের আইনজীবিদের বাসায় বোমা মেরে তারা তাদের ৭১’এর ক্ষোভ প্রকাশ করছে !!
[img]http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2013/11/28/62_police-van-burn_rajshahi_281113.jpg/ALTERNATES/w620/62_Police+van+burn_Rajshahi_281113.jpg[/img]
আমরা না। সোজাসুজি বলে দেন যে, বিএনপি আর জামাত কঠিন খুনি। এই দুই দলের রাজনীতিবিদদের এখন পিকনিক মৌসুম। মানুষের মাংসের বারবিকিউ খাবার ধুম পড়েছে চারিদিকে। তাইতো ঝলসানো হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে।
@ফরিদ আহমেদ, ধন্যবাদ ফরিদ আহমেদ।